Advertisement

Pakistan vs Australia Series: মহা বিপদে পাকিস্তান টিম, ডাক্তার ছাড়া অস্ট্রেলিয়া সফরে বাবর আজমরা

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান টিম সেভাবে ভাল পারফর্ম করতে পারেনি। সেমিফাইনালেও পৌঁছতে পারেনি। বাজে পারফরম্যান্সের কারণে তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। এরপর শান মাসুদকে টেস্ট টিমের এবং ফাস্ট বোলার শাহীন আফ্রিদিকে টি-টোয়েন্টি টিমের অধিনায়ক করে দেওয়া হয়। 

Babar Azam bowled an over for Pakistan in their tour game in Canberra (AFP File Photo)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2023,
  • अपडेटेड 4:47 PM IST
  • ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান টিম সেভাবে ভাল পারফর্ম করতে পারেনি।
  • বাজে পারফরম্যান্সের কারণে তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম।
  • এরপর শান মাসুদকে টেস্ট টিমের এবং ফাস্ট বোলার শাহীন আফ্রিদিকে টি-টোয়েন্টি টিমের অধিনায়ক করে দেওয়া হয়। 

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান টিম সেভাবে ভাল পারফর্ম করতে পারেনি। সেমিফাইনালেও পৌঁছতে পারেনি। বাজে পারফরম্যান্সের কারণে তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। এরপর শান মাসুদকে টেস্ট টিমের এবং ফাস্ট বোলার শাহীন আফ্রিদিকে টি-টোয়েন্টি টিমের অধিনায়ক করে দেওয়া হয়। 

পাকিস্তানি দলে কোনও চিকিৎসক নেই
পাকিস্তান টিম আপাতত অস্ট্রেলিয়া সফরে গিয়েছে। অজিদের সঙ্গে তাদের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। কিন্তু সেই অস্ট্রেলিয়া সফরের আগেই চাপে পাকিস্তান। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের যে সিনিয়র টিম অস্ট্রেলিয়ায় গিয়েছে তাদের সঙ্গে কোনও চিকিৎসকই নেই। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ডঃ সোহেল সেলিমকে টিমের অফিসিয়াল চিকিৎসক হিসাবে নিয়োগ করা হয়েছে। কিন্তু এখনও টিমের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা PTI-কে জানিয়েছে, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড বর্তমানে ডক্টর সেলিমকে ভিসা দেওয়ার চেষ্টা করছে। ভিসা পেলেই তিনি প্রথম টেস্ট ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন। শুধু তাই নয়, আবরার আহমেদের জায়গায় পাকিস্তান দলে সিলেক্টেড অফ স্পিনার সাজিদ খানও ভিসার কারণে অস্ট্রেলিয়া যেতে পারেননি।

জুনিয়র টিমের ম্যানেজারও ভিসা পাননি
প্রাক্তন টেস্ট ব্যাটসম্যান শোয়েব মহাম্মদকে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য পাকিস্তানের জুনিয়র দলের ম্যানেজার হিসাবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু তিনিও টিমের সঙ্গে যেতে পারেননি। সূত্রের খবর, 'শোয়েবের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বোর্ড সেটা সমাধানের চেষ্টা করছে। শীঘ্রই সংযুক্ত আরব আমিরশাহীতে টিমের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ
আগামী ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে। এই প্রথম পাকিস্তানি টেস্ট টিমে বাঁহাতি ব্যাটসম্যান স্যাম আইয়ুব ও ফাস্ট বোলার খুররম শাহজাদ স্থান পেয়েছেন।

Advertisement

৩টি টেস্ট ম্যাচের জন্য পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, সাজিদ খান, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম উল হক, খুররম শাহজাদ, মীর হামজা, এম. রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, নোমান আলি, স্যাম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহীন আফ্রিদি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement