Advertisement

ICC World Cup 2023: 'ভারতকে আলাদা বল দিচ্ছে ICC', পাক ক্রিকেটারের কথা শুনে থ আক্রম

ভারতীয় দল ২০২৩ বিশ্বকাপে দারুণ ছন্দে ভারতীয় দল। পরপর সাত ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া।  ভারতের তিন ফাস্ট বোলারই ভারতের উইকেটে আগুন ঝরাচ্ছেন। যা দেখে বিতর্কিত মন্তব্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজার। আর এবার সেই বক্তব্যেরই পাল্টা দিলেন আরেক পাক কিংবদন্তী ওয়াসিম আক্রম। 

সিরাজ শামি ও আক্রম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2023,
  • अपडेटेड 2:06 PM IST

ভারতীয় দল ২০২৩ বিশ্বকাপে দারুণ ছন্দে ভারতীয় দল। পরপর সাত ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে গিয়েছে টিম ইন্ডিয়া।  ভারতের তিন ফাস্ট বোলারই ভারতের উইকেটে আগুন ঝরাচ্ছেন। যা দেখে বিতর্কিত মন্তব্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজার। আর এবার সেই বক্তব্যেরই পাল্টা দিলেন আরেক পাক কিংবদন্তী ওয়াসিম আক্রম। 

হাসন রাজা বলেন ভারতীয় বোলারদের আরও একটা আলাদা বল দেওয়া হচ্ছে যার কারণে তারা অন্য দলের বোলারদের চেয়ে বেশি বল সুইং করছে। হাসান রাজাও আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, যার জেরে প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াসিম । এ স্পোর্টসের সাক্ষাৎকারে আক্রম বলেন, ‘আমাদের লোকজন এভাবে কথা বলে দেশের নাম নষ্ট করছে।’ ওয়াসিম আরও বলেন, ‘কিছুদিন ধরে পড়ছি কী ধরনের ভুলভাল বক্তব্য সামনে আসছে । সারা বিশ্বের সামনে আমাদের অপমানিত হতে দেবেন না।' শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ৫৫ রানেই সমস্ত উইকেট তুলে নেন ভারতের বোলাররা। এই ম্যাচের পরেই মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরারা অনৈতিক সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেন হাসান। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র বিরুদ্ধেও। 

প্রাক্তন পাক বোলার আরও বলেন, 'এ ধরনের কথা কার মাথায় আসে? বল সুইং করতে দক্ষতা প্রয়োজন। ভারতীয় বোলাররা বিস্ময়কর কাজ করছে, তারা কঠোর পরিশ্রম করেছে, বোলিং সম্পর্কে আরও অনেক কিছু আয়ত্ত করেছে। আপনার প্রশংসা করা উচিত যে তাদের বোলাররা এমন বল করে যাচ্ছে।' 

মহম্মদ শামি ৩ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন, এবারের বিশ্বকাপে পাকিস্তানের হয়ে এই মুহূর্তে সবচেয়ে সফল পেস বোলার হলেন শাহীন আফ্রিদি, যিনি ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারী শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা। ১৮ উইকেট নিয়েছেন তিনি। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে চার উইকেট নিতে পারলেই মাদুশঙ্কাকে ছুঁয়ে ফেলবেন বাংলার বোলার। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement