Advertisement

ICC World Cup Final India VS Australia: ফাইনালে 'শক্তিশালী' অস্ট্রেলিয়াকে হেলাফেলা নয়, সতর্ক রোহিত শর্মা

World Cup 2023: ২০২৩-এর বিশ্বকাপে অস্ট্রেলিয়া যথেষ্ট প্রভাবশালী ছিল। এমনটাই মনে করছেন রোহিত শর্মা। টুর্নামেন্টে শেষ আটটি ম্যাচেই জিতেছে অজিরা। রবিবার, ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ফাইনাল। মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। দুই দলই এবার যথেষ্ট ভাল ফর্মে আছে। ফলে ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 19 Nov 2023,
  • अपडेटेड 7:53 AM IST
  • ২০২৩-এর বিশ্বকাপে অস্ট্রেলিয়া যথেষ্ট প্রভাবশালী ছিল। এমনটাই মনে করছেন রোহিত শর্মা। টুর্নামেন্টে শেষ আটটি ম্যাচেই জিতেছে অজিরা।
  • রবিবার, ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ফাইনাল। মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া।
  • দুই দলই এবার যথেষ্ট ভাল ফর্মে আছে। ফলে ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

World Cup 2023: ২০২৩-এর বিশ্বকাপে অস্ট্রেলিয়া যথেষ্ট প্রভাবশালী ছিল। এমনটাই মনে করছেন রোহিত শর্মা। টুর্নামেন্টে শেষ আটটি ম্যাচেই জিতেছে অজিরা। রবিবার, ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ফাইনাল। মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। দুই দলই এবার যথেষ্ট ভাল ফর্মে আছে। ফলে ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপ ২০২৩
দক্ষিণ আফ্রিকাকে হারাতে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে যথেষ্ট কঠিন লড়াই করতে হয়েছিল। কলকাতায় ইডেন গার্ডেনসে তিন উইকেটে ম্যাচ জেতে তারা। অজিরা ওডিআই বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন। রোহিত শর্মা সেই কথা মনে করিয়ে দিয়ে বলেন, ওরা(অস্ট্রেলিয়া) বড় মঞ্চে যে কী করতে পারে, সেই সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল।

'ওরা ওদের শেষ আট ম্যাচ জিতেছে। সত্যিই ভাল খেলেছে। সুতরাং, বেশ ভালই প্রতিযোগিতা হতে চলেছে। উভয় দলই নিঃসন্দেহে ফাইনাল খেলার যোগ্য। অস্ট্রেলিয়া কী করতে পারে তা আমরা ভাল করেই জানি,' ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেন রোহিত শর্মা।

রোহিত শর্মা বলেন, ভারত অপনেন্ট কে, তাই নিয়ে বেশি চিন্তা করতে চায় না। বরং, টিম ইন্ডিয়া ক্রাঞ্চ গেমে যাওয়ার তাদের নিজস্ব যে প্ল্যান আছে, তার উপরেই মনোনিবেশ করতে চায়।

'ওরা খুবই সবদিক দিয়েই তৈরি। ফলে একটি টিম হিসাবে কী করতে হবে, তার একটি আইডিয়া থাকা গুরুত্বপূর্ণ। আমি আগেও অনেকবার বলেছি এবং এখনও আমি একই কথা বলব, আমরা প্রতিপক্ষ কে, তারা কেমন ফর্মে আছে তাই নিয়ে বেশি চিন্তা করতে চাই না,' বলেন তিনি।

রোহিত বলেন, 'আমাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ এবং একটি টিম এবং প্লেয়ার হিসাবে আমাদের কী করা দরকার তার উপর আমাদের ফোকাস করতে হবে। আমরা এই বিষয়েই বেশি জোর দেব,' বলেন রোহিত শর্মা।

Advertisement

৮ অক্টোবর চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দুই দল শেষবার লীগ পর্বে মুখোমুখি হয়েছিল। ভারত টানা ১০টি ম্যাচ জিতেছে এবং অস্ট্রেলিয়াকেও হারিয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement