জর্ডন এলসের বিকল্প খোঁজার কাজ শুরু করে দিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ডার্বি ম্যাচে মারাত্মক চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। বাকি মরশুমে তাঁকে পাওয়া যাবে না ধরে নিয়েই নিজেদের রণকৌশল সাজাচ্ছে লাল-হলুদ। বুধবার আইএসএল-এর মিডিয়াডেতে এসে এমনটাই জানিয়ে দিলেন কার্লস কুয়াদ্রাত।
বিকল্প কে হতে পারেন?
এলসের চোট সারতে সময় লাগবে তা ভালোভাবেই বুঝে গিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। সেই কারণেই জর্ডন নিয়ে প্রশ্ন করাতে তিনি বলেন, 'কোনও ফুটবলরের চোট লাগলে এই সমস্যাটা হয়। আমরা দেখছি কী ভাবে এই সমস্যার সমাধান করা যায়।' অস্ট্রেলিয়ান ফুটবলরের বিকল্পও যে খোঁজার কাজ চলছে সেটাও এ দিন জানিয়ে দেন কুয়াদ্রাত। তিনি বলেন, 'দেখতে হবে, কোন কোন ফুটবলার এই মুহূর্তে রয়েছে। আমরা প্রত্যেকেই পেশাদার। তাই চেষ্টা করব বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে।' তবে যে কোনও বিদেশী হলে হবে না। এশিয়ান কোটার বিদেশীকেই সই করাতে হবে ইস্টবেঙ্গলকে।
জর্ডনের বদলি হিসেবে তাই এখনই কাউকে নিতে পারছে না লাল-হলুদ শিবির। এলসের পরিবর্ত হিসেবে প্যালেস্তাইনের ডিফেন্ডার মহম্মদ সালেহের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। একটি রিপোর্টে এমনই জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, সালেহের সঙ্গে একেবারে প্রাথমিক স্তরে আলোচনা চলছে। যিনি প্যালেস্তাইনের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন। গত জুনেও জাতীয় দলের হয়ে খেলেছেন ৩০ বছরের সালেহ। যিনি জাতীয় দলে মূলত সেন্ট্রাল-ব্যাক হিসেবে খেলে থাকেন। আবার রাইট-ব্যাকে খেলারও অভিজ্ঞতা আছে। তবে বিষয়টি নিয়ে লাল-হলুদ শিবিরের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। সরকারিভাবে কিছু জানায়নি ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।
চলতি মাসের ২১তারিখ থেকে শুরু হচ্ছে আইএসএল। তার আগে এলসের বিকল্প ফুটবলার পাওয়া বেশ কঠিন ইস্টবেঙ্গলের জন্য। প্রথমে মনে করা হয়েছিল, চোট গুরুতর হলেও, তা সারতে দেড় মাস সময় লাগতে পারে। তবে এত কম সময় এলসের চোট সরানো সম্ভব হবে না বলেই জানা যাচ্ছে।
ট্রান্সফার মার্কেটের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্যালেস্তাইনের ডিফেন্ডার বাজারমূল্য ২.৮ কোটি টাকা। যেখানে এলসের বর্তমান বাজারমূল্য ৩.৬ কোটি টাকা বলে ওই ওয়েবসাইটের তরফে জানানো হয়েছে। কিন্তু সমস্যা হল, চোট পেয়ে খেলতে না পারলেও জর্ডন এলসেকে পুরো টাকাই দিতে হবে ইস্টবেঙ্গলকে। এর সঙ্গে যদি আরও এক ডিফেন্ডারকে সই করাতে হয়, তবে তাঁকেও টাকা দিতে হবে। ফলে অনেক টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গলের ইনভেস্টরদের।