Advertisement

East Bengal: ডিফেন্স সাজাতে হিমসিম খাচ্ছে ইস্টবেঙ্গল, চেন্নাইয়ের বিরুদ্ধে নেই ২ তারকা

চেন্নাইয়েন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে ম্যাচে নামার আগে বড় সমস্যায় ইস্টবেঙ্গল (East Bengal)। লিগ টেবিলের যা অবস্থা তাতে প্লে অফে যেতে হলে লাল-হলুদকে সব ম্যাচ জিততে হবে। বৃহস্পতিবার তিনি অনুশীলনে ছিলেন না হেক্টর ইউস্তে (Hector Yuste)। দলের সঙ্গে চেন্নাই গেলেও খেলতে পারবেন না  তারকা ডিফেন্ডার। কার্ড সমস্যায় দলে নেই লালচুংনুঙ্গাও।

ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Dec 2024,
  • अपडेटेड 5:03 PM IST

চেন্নাইয়েন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে ম্যাচে নামার আগে বড় সমস্যায় ইস্টবেঙ্গল (East Bengal)। লিগ টেবিলের যা অবস্থা তাতে প্লে অফে যেতে হলে লাল-হলুদকে সব ম্যাচ জিততে হবে। বৃহস্পতিবার তিনি অনুশীলনে ছিলেন না হেক্টর ইউস্তে (Hector Yuste)। দলের সঙ্গে চেন্নাই গেলেও খেলতে পারবেন না  তারকা ডিফেন্ডার। কার্ড সমস্যায় দলে নেই লালচুংনুঙ্গাও।

লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) অবশ্য জানিয়েছেন, বিশ্রাম দেওয়া হয়েছে হেক্টরকে। সোমবার এভাবেই বিশ্রামে দেওয়া হয়েছিল সল ক্রেসপোকে (Saul Crespo)। তবে বৃহস্পতিবার দলের অন্যদের সঙ্গে পুরোদমেই অনুশীলন করলেন তিনি। ঘণ্টা দুয়েকের অনুশীলন পর্বে ফুটবলারদের ফিজিক্যাল ফিটনেসের উপর বাড়তি নজর ছিল কোচ অস্কারের। আবার সেট-পিস এবং আক্রমণ ওঠার অনুশীলনের ক্ষেত্রে ফুটবলারদের হাতে-কলমে বুঝিয়ে দিতেও দেখা গিয়েছে তাঁকে।

কার্ড সমস্যায় নেই আরও এক তারকা
চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচে অবশ্য নেই লালচুংনুঙ্গা (Lalchungnunga), শেষ ম্যাচে লাল কার্ড দেখায়। তার বদলে দলে ফিরবেন প্রভাত লাকড়া। শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে নামার আগে আরও একটা বিষয়ে ভাবতে হচ্ছে অস্কারকে। দলের চার বিদেশি–ক্লেটন সিলভা, হিজাজি মাহের, ক্রেসপো এবং হেক্টর তিনটি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন। চেন্নাইয়িন ম্যাচে আর একটা কার্ড দেখলেই ঘরের মাঠে ওড়িশা ম্যাচে পাওয়া যাবে না তাঁদের।

চেন্নাইয়িন এফসির মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচটি হবে এক চ্যালেঞ্জিং লড়াই। এই ম্যাচে ইস্টবেঙ্গল যদি তাদের সেরা ফর্মে ফিরে আসে, তবে তবেই পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকা যাবে। তবে কোচ ব্রুজো দলের শক্তির জায়গাগুলিকে তুলে ধরতে এবং দুর্বলতার জায়গাগুলিতে কাজ করতে চাইছেন।

লিগ টেবিলে শেষেই ইস্টবেঙ্গল
এখনও পর্যন্ত লিগ টেবিলের শেষতম স্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু অস্কার ব্রুজোর হাতে পড়ে এই ইমামি ইস্টবেঙ্গলের উপর এখন সত্যিই আশা রাখতে শুরু করেছেন লাল-হলুদ সমর্থকরা। মনে হচ্ছে, হয়তো পুরো বিষয়টি ভীষণই কঠিন। কিন্তু অস্কার ব্রুজোর হাত ধরে শেষ মুহূর্তে প্লে অফ খেলার সুযোগ আসলেও আসত পারে। এখান থেকে 
  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement