Advertisement

Mohun Bagan Signs Jason Cummings: মোহনবাগানের বাজিমাত, বিশ্বকাপার কামিন্স অবশেষে সুবজ-মেরুনে

Mohun Bagan Signs Jason Cummings: অবশেষে ঘোষণা হল। মোহনবাগানের জার্সি গায়ে নামতে চলেছেন বিশ্বকপার জেসন কামিন্স। অস্ট্রেলিয়ান এই তারকাকে সই করার খবর আগেই  জানিয়েছিল bangla.aajtak.in। আর এবার হল সরকারি ঘোষণা। সবুজ-মেরুন শিবিরে যোগ দিচ্ছেন মেসিদের বিরুদ্ধে এবারের বিশ্বকাপে খেলা স্ট্রাইকার।

মোহনবাগানের জার্সি গায়ে নামতে চলেছেন বিশ্বকপার জেসন কামিন্স।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jun 2023,
  • अपडेटेड 1:05 PM IST
  • মোহনবাগানের জার্সি গায়ে নামতে চলেছেন বিশ্বকপার জেসন কামিন্স।
  • অস্ট্রেলিয়ান এই তারকাকে সই করার খবর আগেই  জানিয়েছিল bangla.aajtak.in।
  • সবুজ-মেরুন শিবিরে যোগ দিচ্ছেন মেসিদের বিরুদ্ধে এবারের বিশ্বকাপে খেলা স্ট্রাইকার।

Mohun Bagan Signs Jason Cummings: অবশেষে ঘোষণা হল। মোহনবাগানের জার্সি গায়ে নামতে চলেছেন বিশ্বকপার জেসন কামিন্স। অস্ট্রেলিয়ান এই তারকাকে সই করার খবর আগেই  জানিয়েছিল bangla.aajtak.in। আর এবার হল সরকারি ঘোষণা। সবুজ-মেরুন শিবিরে যোগ দিচ্ছেন মেসিদের বিরুদ্ধে এবারের বিশ্বকাপে খেলা স্ট্রাইকার।

এর আগে খেলেছেন অস্ট্রেলিয়ার ওয়েস্ট কোস্ট মেরিনার্সের হয়ে। আর এবার ভারতের মেরিনার্স মোহনবাগানে চলে এলেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকার শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন। দারুণ বিদায় জানিয়েছেন অজি সমর্থকরাও। তবে এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ। ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের মতো শতাব্দী প্রাচীন ক্লাবের হয়ে নিজেকে প্রমাণ করা কখনোই সহজ নয়। আর সেই কঠিন কাজটাই তাঁকে করতে হবে। জুয়ান ফেরান্দোর দলে গত বছর কোনও স্ট্রাইকার ছিলেন না। দিমিত্রি পেত্রাতোসকে দিয়ে গোল করানোর কাজটা চালিয়ে নিচ্ছিলেন সবুজ-মেরুন কোচ। তবে এবার এএফসি কাপে ভালো সুযোগ রয়েছে মোহনবাগানের।

পেশাদার ফুটবলে ১৫০-রও বেশি গোল রয়েছে অজি তারকার। গত মরশুমে ৪৯ ম্যাচে ৪০ টি গোল রয়েছে তাঁর। সই করে জেসন কামিন্স জানান, 'অনেকদিন ধরেই এ লিগের ফুটবলররা ভারতে খেলতে আসছে। অমিও বেশকিছু বছর ধরে ভারতীয় ফুটবলের দিকে নজর রাখছিলাম। যখন বুঝতে পারি শুধু ISL নয়, মোহনবাগানের লক্ষ্য এএফসি কাপ তখনই ভালো লেগেছিল। আগামী তিন বছর আমি মোহনবাগানাকে প্রচুর ট্রফি দিতে চাই।'

পাশাপাশি মোহনবাগানে সই করার অন্যতম প্রধান কারণ যে সমর্থকরা তাও জানাতে ভোলেননি কামিন্স। তিনি বলেন, ' ইতিমধ্যেই আমি সমর্থকদের আবেগের কথা জানতে পেরেছি। কারণ ইনবক্সে প্রচুর মেসেজ পেয়েছি। ধন্যবাদ জানাতে চাই সকলকে। আর অবশ্যই নিজের সেরাটা দিতে চাই।'

সেই জন্যই কোনও ঝুঁকি নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। আসলে শুধু আইএসএল চ্যাম্পিয়ন হওয়া নয়, মোহনবাগানের লক্ষ্য এশিয়া সেরা হওয়া। আর সেই লক্ষ্যেই একের পর এক তারকা সই করাচ্ছে তারা।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement