ইস্টবেঙ্গলের শহর বলে পরিচিত কলকাতার বাইরে এই প্রথম শিলিগুড়িতে মোহনবাগানের নামে রাস্তার নামকরণ করা হচ্ছে। শিলিগুড়িতে লাল মোহন মৌলিক নিরঞ্জন ঘাটের রাস্তাটি 'মোহনবাগান অ্যাভিনিউ' নামে নামাঙ্কিত করা হচ্ছে। আগামী 2 এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন করা হবে শিলিগুড়ি পুরনিগমের তরফে। জানা গেছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকছে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত সহ কর্মসমিতির অন্যান্য সদস্যরা। ইতিমধ্যে মোহনবাগান ক্লাবের দুজন সদস্য এই রাস্তা ঘুরে পুরনিগমের সঙ্গে একটি বৈঠক সেরেছেন। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান মেয়র গৌতম দেব। তিনি বলেন, শিলিগুড়িতে মোহনবাগানের নামে রাস্তা হবে। মোহনবাগানের জন্য় যে রাস্তাটি নামকরণের ভাবনা হয়েছে সেটি হল, মহানন্দা নদীর পাশে নীরঞ্জন ঘাটের ডান দিক থেকে সূর্যসেন পার্ক অবধি রাস্তাটা। সেই রাস্তাটা মোহনবাগান অ্যাভিনিউ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই রাস্তার আনুষ্ঠানিক নামকরণ হবে 2 এপ্রিল। মোহনবাগান ক্লাবের ফুটবলার, কর্তারা থাকবেন। আর কলকাতার বাইরে এই প্রথম মোহনবাগানের নামে রাস্তা হচ্ছে বলে জানা গিয়েছে। এ বার ইন্ডিয়ান সুপার লিগে চ্য়াম্পিয়ন হওয়ায় মোহনবাগানে এমনিতেই খুশির হাওয়া। সামনে সুপার কাপ। সবুজ মেরুনের নজর এই টুর্নামেন্টেই। রাস্তা নামকরণের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য়ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।