Advertisement

Neeraj Chopra Olympic 2024: শুরুতেই কামাল নীরজের, টোকিও অলিম্পিকের চেয়েও দূরে ছুড়লেন জ্যাভলিন

Neeraj Chopra Olympic 2024: টোকিও অলিম্পিকে নীরজ ৮৭.৫৮ দূরত্বে থ্রো করেছিলেন। যে দূরত্ব ছুড়ে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। এবার তাকেও ছাড়িয়ে গেলেন নীরজ।

শুরুতেই কামাল নীরজের, টোকিও অলিম্পিকের চেয়েও দূরে ছুড়লেন জ্যাভলিন
Aajtak Bangla
  • প্যারিস,
  • 06 Aug 2024,
  • अपडेटेड 3:55 PM IST

Neeraj Chopra Olympic 2024: প্রত্যাশামতোই পদকের আশা জাগিয়ে শুরু করলেন নীরজ চোপড়া। নিজের ইভেন্টে নামতেই কামাল করলেন ভারতের সোনার ছেলে। জ্যাভলিনের নিজের বিভাগে তিনি জয় পেয়েছেন।

তিনি তাঁর প্রথম থ্রোটি ৮৯.৩৪ মিটার দূরে নিক্ষেপ করেন। যা রাউন্ডের বাধা পার করে দেয় নীরজকে। এই জয়ের ফলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। এই মরশুমে এটিই নীরজের সেরা থ্রো।

জানিয়ে দিই, টোকিও অলিম্পিকে নীরজ ৮৭.৫৮ দূরত্বে থ্রো করেছিলেন। যে দূরত্ব ছুড়ে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। এবার তাকেও ছাড়িয়ে গেলেন নীরজ। এবার তিনি ফাইনালে যদি এই দূরত্ব ছুড়তে পারেন, তাহলে পদক পাকা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ভারতবাসীর আশা এবারও তিনি সোনা জিতেই ফিরবেন।

প্যারিস অলিম্পিক্সে জ্যাভেলিনে গ্রুপ বি তে খেলতে নেমেছেন নীরজ আর গ্রুপ বি-তে নেমে প্রথম থ্রো-তেই ফাইনাল পাকা করে নিয়েছেন তিনি। প্রথম থ্রো নীরজ নিলেন ৮৯.৩৪ মিটারের। এই থ্রো-র সঙ্গে ফিরে এল ২০২০ সালের টোকিও অলিম্পিক্সের ছবি।

নীরজ চোপড়ার থ্রো-র দূরত্ব নিয়ে আলোচনা ছিল। কারণ তিনি এখনও পর্যন্ত ৯০ মিটার স্পর্শ করতে পারেননি। চলতি বছর নীরজের সেরা থ্রো ছিল ৮৮.৩৬ মিটার। এবার একটাই থ্রো-তেই বাজিমাত করলেন। ৮ অগাস্ট রাত ১১.৫০ মিনিটে নীরজ চোপড়া ফাইনাল খেলতে নামবেন। নীরজের গ্রুপে রয়েছেন আর্শাদ নাদিম। পাকিস্তানের এই অ্যাথলিট প্রথমে জ্যাভলিন ছোঁড়েন ৮৬.৫৯ মিটার দূরে। তিনিও ফাইনালে প্রবেশ করলেন।

নীরজ ফাইনালে প্রবেশ করলেও ব্যর্থ হলেন অপর ভারতীয় কিশোর জেনা। তিনি গ্রুপ এ-তে খেলতে নামেন। তিনবার থ্রো-তে কোনওবারই তিনি ৮০-র গন্ডি টপকাতে পারেননি। তিনি প্রথম থ্রো-তে ছোঁড়েন ৮০.৭৩ মিটার। দ্বিতীয় থ্রো বাতিল হয়। তৃতীয় থ্রো-তে তিনি ছোঁড়েন ৮০.২১ মিটার। ফলে নবম স্থানে শেষ করে তিনি ছিটকে যান।

Advertisement

প্যারিস অলিম্পিকে ভারত এখনও পর্যন্ত ৩টি পদক জিতেছে। এই তিনটিই ব্রোঞ্জ, যারা এসেছেন শুটিংয়ে। সবার আগে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেলেন মনু ভাকর। এরপর মিশ্র দলগত ইভেন্টে দ্বিতীয় ব্রোঞ্জও পান মনু ভাকর এবং তাঁর সঙ্গে দলে ছিলেন সরবজোত সিংও। স্বপ্নিল কুসলে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শুটিংয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement