Advertisement

Paris Olympics 2024: অলিম্পিকে জোড়া সোনা আসছে ভারতের? হকিতেও পদকের সম্ভাবনা

অলিম্পিক (Paris Olympics 2024) শুরু হওয়ার আগেও, প্রতিটি ভারতীয়ের ঠোঁটে একটিই নাম ছিল.. নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিওতে (Tokyo Olympics) ইতিহাস তৈরি করা এই জ্যান্ডলিন থ্রো চ্যাম্পিয়ন হতাশ করেননি। রেসলিং ম্যাটে ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) অসাধারণ পারফরম্যান্স পদক নিশ্চিত করেছেন। দুই জনেই ফাইনালে উঠেছেন। ভিনেশের ফাইনাল হবে বুধবার (৭ আগস্ট)। সোনা জেতার সুবর্ণ সুযোগ রয়েছে তাঁর। নীরজ চোপড়া ৮ আগস্ট রাত ১১:৫০-এ সোনা জয়ের লক্ষ্যে নামবেন। জার্মানির কাছে হার সত্ত্বেও ভারতীয় হকি দল (Indian Hockey Team) ব্রোঞ্জ পদক জিততে পারে। 

ভিনেশ ফোগাট- নীরজ চোপড়া
Aajtak Bangla
  • প্যারিস,
  • 07 Aug 2024,
  • अपडेटेड 10:42 AM IST

অলিম্পিক (Paris Olympics 2024) শুরু হওয়ার আগেও, প্রতিটি ভারতীয়ের ঠোঁটে একটিই নাম ছিল.. নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিওতে (Tokyo Olympics) ইতিহাস তৈরি করা এই জ্যান্ডলিন থ্রো চ্যাম্পিয়ন হতাশ করেননি। রেসলিং ম্যাটে ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) অসাধারণ পারফরম্যান্স পদক নিশ্চিত করেছেন। দুই জনেই ফাইনালে উঠেছেন। ভিনেশের ফাইনাল হবে বুধবার (৭ আগস্ট)। সোনা জেতার সুবর্ণ সুযোগ রয়েছে তাঁর। নীরজ চোপড়া ৮ আগস্ট রাত ১১:৫০-এ সোনা জয়ের লক্ষ্যে নামবেন। জার্মানির কাছে হার সত্ত্বেও ভারতীয় হকি দল (Indian Hockey Team) ব্রোঞ্জ পদক জিততে পারে। 

প্যারিস অলিম্পিকের ১১তম দিন ভারতের জন্য কেমন ছিল?
এখনও পর্যন্ত ভারত ৩টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় ৬৩তম স্থানে রয়েছে। যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে আমেরিকা, চীন ও অস্ট্রেলিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ মঙ্গলবার তাঁর প্রথম প্রচেষ্টায় ৮৯.৩৪ মিটার থ্রো করে পুরুষদের জ্যান্ডলিন থ্রো ইভেন্টের ফাইনালে উঠেছিল। যখন মহিলা কুস্তিগীর ভিনেশ (৫০ কেজি) প্রথম রাউন্ডের পর থেকে এখনও অপরাজেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইউই সুসাকিকে পরাজিত করে। তবে, সেমিফাইনালে যাওয়ার পর টেবিল টেনিস পুরুষ বিভাগে হতাশ করেছে ভারতীয় দল।

নীরজ চোপড়া প্রথম থ্রোতে যোগ্যতা অর্জন করেছিলেন,
বি গ্রুপের যোগ্যতায় প্রথম হন নীরজ। মরসুমের সেরা পারফরম্যান্স ৮৯.৩৪ মিটার ছুড়ে ফাইনালে জায়গা পাকা করেন তিনি। নীরজ তার প্রথম প্রচেষ্টাতেই টোকিও অলিম্পিকের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। এটি নীরজের ক্যারিয়ারের দ্বিতীয় সেরা পারফরম্যান্স। ডিফেন্ডিং অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন ৮৭.৫৮ মিটার ছুড়ে টোকিও অলিম্পিকে সোনা জেতেন, ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার ছুড়ে রুপোর পদক নিশ্চিত করেছিলেন। এটিও ছিল জাতীয় রেকর্ড। 

ভিনেশ ফোগাট একটি পদক নিশ্চিত করেছেন মহিলা কুস্তির ৫০ কেজি বিভাগে সুসাকিকে পরাজিত করে, তিনি ইউক্রেনের ওকসানা লিভাচকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। তারপর কিউবার কুস্তিগীর ইউসনেলিস গুজম্যানকে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেন। ভিনেশের ফাইনাল অর্থাৎ ম্যাচ হবে বুধবার (৭ আগস্ট)। 

Advertisement

টোকিও গেমসের সোনাজয়ী এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সুসাকি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪২টি ম্যাচের কোনোটিতেই পরাজয়ের সম্মুখীন হননি, কিন্তু ভিনেশ শেষ কয়েক সেকেন্ডে ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে দারুণ রেকর্ড গড়েন। তারপর কোয়ার্টার ফাইনালে প্রাক্তন ইউরোপীয় চ্যাম্পিয়ন এবং ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক বিজয়ী লিভাচকেও হারান। ভিনেশের বিরুদ্ধে ম্যাচের শেষ কয়েক সেকেন্ড পর্যন্ত ২-০ তে এগিয়ে ছিলেন সুসাকি। ভিনেশ শেষ নয় সেকেন্ডে জাপানি চ্যাম্পিয়ন কুস্তিগীরকে বোকা বানিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় পয়েন্ট তুলে নেন। 

হকি দল প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জের জন্য খেলবে
ভারতীয় পুরুষ হকি দলকে প্যারিস অলিম্পিক ২০২৪-এ সেমিফাইনালে হেরে যায়। ৬ আগস্ট (মঙ্গলবার) সেমিফাইনালে জার্মানির কাছে ২-৩ গোলে হারতে হয় ভারতকে। জার্মানির হয়ে গোল করেন গঞ্জালো পেইলাট (১৮তম মিনিট), ক্রিস্টোফার রুহর (২৭তম মিনিট) এবং মার্কো মিল্টকাট্ট (৫৪ মিনিট)। ভারতের হয়ে গোল করেন ক্যাপ্টেন হরমনপ্রীত সিং (৭তম মিনিট) ও সুখজিৎ সিং (৩৬তম মিনিট)। এখন ব্রোঞ্জ পদকের ম্যাচে ৮ আগস্ট বিকেল ৫.৩০। স্পেনের মুখোমুখি হবে ভারতীয় দল। অন্যদিকে, আগামী ৮ই আগস্ট অনুষ্ঠিত হতে চলা ফাইনালে জার্মান দল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement