Advertisement

Paris Olympics 2024: অলিম্পিকে দ্বিতীয় দিনেই সোনা জিততে পারে ভারত, কখন কীভাবে দেখবেন মনু-দীপিকাদের ইভেন্ট?

প্যারিস অলিম্পিকের প্রথম দিন ভারতকে সম্ভাবনা দেখিয়েছে। আর তাতে ভর করেই জোড়া পদকের সামনে ভারতের চার মেয়ে। আসতে পারে দু'টি সোনা। শনিবার শুরুটা খুব ভাল না হলেও বেলা গড়াতেই একের পর এক জয় তুলে নিতে থাকে ভারত। শ্যুটিং আর তিরন্দাজিতে প্রথম পদক তুলে নেওয়া থেকে ভারত আর মাত্র এক ধাপ দূরে। দলে রয়েছেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর। শুটিংয়ে নামবেন মনু ভাকের।    

মনু ভাকের ও ভারতের তিরন্দাজ দল
Aajtak Bangla
  • প্যারিস,
  • 28 Jul 2024,
  • अपडेटेड 10:14 AM IST

প্যারিস অলিম্পিকের প্রথম দিন ভারতকে সম্ভাবনা দেখিয়েছে। আর তাতে ভর করেই জোড়া পদকের সামনে ভারতের চার মেয়ে। আসতে পারে দু'টি সোনা। শনিবার শুরুটা খুব ভাল না হলেও বেলা গড়াতেই একের পর এক জয় তুলে নিতে থাকে ভারত। শ্যুটিং আর তিরন্দাজিতে প্রথম পদক তুলে নেওয়া থেকে ভারত আর মাত্র এক ধাপ দূরে। দলে রয়েছেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর। শুটিংয়ে নামবেন মনু ভাকের।    

বৃহস্পতিবার তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। সেখানেই দীপিকা, অঙ্কিতা ও ভজনের দল চতুর্থ স্থানে শেষ করে। তিন মহিলা তিরন্দাজ মোট ১৯৮৩ স্কোর করেন। তার মধ্যে অঙ্কিতা সবচেয়ে বেশি ৬৬৬ স্কোর করেন। ভজন স্কোর করেন ৬৫৯। দীপিকা ৬৫৮ স্কোর করেন। এই বিভাগে প্রথম স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া। তারা স্কোর করে ২০৪৬। দ্বিতীয় স্থানে চিন। ১৯৯৬ স্কোর করে তারা। তিন নম্বরে শেষ করে মেক্সিকো। তারা স্কোর করে ১৯৮৬। অর্থাৎ, মাত্র ৩ স্কোরের জন্য চতুর্থ স্থানে শেষ করতে হয় ভারতকে। শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার থেকে ৬৩ কম স্কোর করে ভারত।

কখন কোন ম্যাচ?

রবিবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনাল। সেখানে যদি মনু কোনও পদক পান তা হলে এ বারের অলিম্পিক্সে ভারতের প্রথম পদক আসবে তাঁর হাত ধরেই।

চতুর্থ স্থানে শেষ করায় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ দল এখনও ঠিক হয়নি। ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে তারা। শুক্রবার বিকাল পৌনে ৬টা থেকে শুরু ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে উঠবেন দীপিকারা। সেই ম্যাচ হতে পারে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। সন্ধ্যা ৭টা ১৭ মিনিট থেকে শুরু সেমিফাইনাল।

Advertisement

ভারতের মহিলারা যদি সেমিফাইনাল জেতে তা হলে সোনা জেতার লড়াইয়ে নামবে। সেই ম্যাচ সন্ধ্যা ৮টা ৪১ মিনিট থেকে শুরু। আর যদি ভারত সেমিফাইনালে হেরে যায়, তা হলে ব্রোঞ্জ জেতার লড়াইয়ে নামবে। সেই ম্যাচ হবে সন্ধ্যা ৮টা ১৭ মিনিট থেকে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement