Advertisement

Paris Olympics 2024: মনুর হাত ধরে প্রথম পদকের স্বপ্ন দেখছে ভারত, শ্যুটিংয়ে ফাইনালে ভাকের

তিন বছর আগে টোকিও অলিম্পিক্সে (Tokyo Olmpics 2022) পিস্তল ভেঙে বিপদে পড়ে গিয়েছিলেন। আর ২০২৪-এর প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) তিনিই ভারতকে (Team India) প্রথম পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। শনিবার স্বপ্নপূরণের দিকে একটা পা ফেললেন মনু ভাকের (Manu Bhaker)। মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন ২২ বছরের ভারতীয় তারকা।

মনু ভাকের
Aajtak Bangla
  • প্যারিস,
  • 27 Jul 2024,
  • अपडेटेड 7:06 PM IST

তিন বছর আগে টোকিও অলিম্পিক্সে (Tokyo Olmpics 2022) পিস্তল ভেঙে বিপদে পড়ে গিয়েছিলেন। আর ২০২৪-এর প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) তিনিই ভারতকে (Team India) প্রথম পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। শনিবার স্বপ্নপূরণের দিকে একটা পা ফেললেন মনু ভাকের (Manu Bhaker)। মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন ২২ বছরের ভারতীয় তারকা।

কখন হবে ফাইনাল ম্যাচ?
রবিবার দুপুর ৩ টে ৩০ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী) থেকে মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলে ফাইনাল শুরু হবে। সেখানে সোনার পদকের জন্য নামবেন মনু। সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচ।  

দারুণ ছন্দে ভারতীয় শ্যুটার
শনিবার কোয়ালিফিকেশন রাউন্ডে মনুর স্কোর ছিল ৫৮০। প্রথম স্থানে শেষ করেছেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর। দ্বিতীয় হয়েছেন দক্ষিণ কোরিয়ার জিন ইয়ে ওহ। দু'জনেরই পয়েন্ট হল ৫৮২। তবে বেশি ইনার টেনের কারণে প্রথম হয়েছেন ভেরোনিকা। আর আজ সবথেকে বেশি ইনার টেন আছে মনুর নামের পাশে (২৭টি)। ছ'টি সিরিজে মনুর স্কোর হয়েছে যথাক্রমে ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬ এবং ৯৬। মোট ৬০টি শটের মধ্যে ২৭টি ইনার টেনে থেকেছে। একটি মাত্র শট আটে ছিল। ৪৩ তম শটে সেটা হয়েছিল। পরের শটটাই ১০ মেরে কামব্যাক করেন মনু। তিনি যে কাজটা করেন, সেটা আজ সকাল থেকেই ভারতীয় শ্যুটারদের কাছ থেকে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু কেউই ধারাবাহিকতা বজায় রাখতে পারছিলেন না, যেটা মনু করে দেখালেন।  

প্যারিসে মনু যেটা করেছেন, তাতে টোকিয়ো অলিম্পিক্সের ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল। তিন বছর আগে কোয়ালিফিকেশন রাউন্ডের মধ্যেই মনুর পিস্তল খারাপ হয়ে গিয়েছিল। এমনিতেই প্রথম অলিম্পিক্সে অন্যতম ফেভারিট হিসেবে গিয়ে বাড়তি চাপ অনুভব করছিলেন। আর ইভেন্টের মাঝপথেই পিস্তল বিগড়ে যাওয়ায় মনুর স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছিল। কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement