ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) লড়াইকে ভুলে না যাওয়ার আর্জি প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) পদক জয়ী দুই ভারতীয় ক্রীড়াবিদ নীরজ চোপড়া (Neeraj Chopra), পিআর শ্রীজেশের। অলিম্পিকে ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে ওঠার পরেও ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে ভিনেশকে সোনার লড়াইয়ে নামতে দেওয়া হয়নি। বাতিল করে দেওয়া ভারতীয় কুস্তিগিরকে। এরপর ভিনেশ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন যৌথ রুপোর জন্য । নীরজ-শ্রীজেশদের কথায়, ভিনেশ রুপো পাক বা না পাক, তাঁর লড়াইকে যেন ভুলে না যায় দেশবাসী।
এই নিয়ে নীরজ বলেন, 'ভিনেশের পদক হলে তো সকলেই খুশি হবে, বলার অপেক্ষা রাখে না। যদি না পায় তাহলেও সকলের মনে রাখা উচিত, হঠাৎ করে কোন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য নিশ্চিত পদক হাতছাড়া হল। আমার মনে হয় গলায় মেডেল থাকা আর না থাকার মধ্যে তফাত আছে। লোকে কিছু দিন মনে রাখে। সেই সময়কার মতো বলে ঠিকই যে, তুমি আমাদের চ্যাম্পিয়ন। কিন্তু পোডিয়ামে না উঠলে দ্রুত ভুলেও যায়। আমার শুধু এটাই ভয় হচ্ছে। লোকে যদি মনে রাখে, তাহলে বিনেশ এই পদকটা পেল কি পেল না, তা নিয়ে কিছু এসে-যাবে না। কিন্তু যদি না পায়, ভুলে যাবে না তো? সকলের কাছে আমার এটাই প্রার্থনা যে, বিনেশ যা করেছে, সেটা যেন দেশের মানুষ ভুলে না যায়।'
অপরদিকে শ্রীজেশ বলেন, 'গত একবছর ওর সঙ্গে যা হয়েছে, তার পরেও কী অসামান্য লড়াই করেছে বিনেশ। একই দিনে তিন জনকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ” এরপরই শ্রীজেশ আরও বলেন, “সকলে স্তব্ধ হয়ে গিয়েছিল বিনেশের খবর শুনে। ফাইনালে পৌঁছনোর পরের দিন যদি কাউকে বলা হয়, তুমি পদক পাবে না, কেমন লাগতে পারে? আমি প্রার্থনা করি যেন ঈশ্বর ওঁকে এই পদকটা দেন।'