Advertisement

Paris Olympics 2024: অলিম্পিকে আরও একটি পদক ভারতের, এবার ব্রোঞ্জ স্বপ্নিলের

শ্যুটিং-এ তৃতীয় পদক জিতল ভারত। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ৫০ মিটার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে (Swapnil Kusale)। শুটিংয়ে দুটো পদক এসে গিয়েছে। এবার আরও একটি পদক পেয়ে গেল ভারত। শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার ৩ পজিশনের ফাইনালে উঠেছিলেন স্বপ্নিল কুশালে। বাছাই পর্বে সপ্তম স্থানে শেষ করে ফাইনালে প্রবেশ করেন তিনি। ৪৫১.৪ পয়েন্ট স্কোর করে পোডিয়াম ফিনিশ করলেন ভারতীয় শুটার ৷

ভারতীয় তারকা শ্যুটার স্বপ্নিল কুসলে। (@SAI)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2024,
  • अपडेटेड 3:57 PM IST

শ্যুটিং-এ তৃতীয় পদক জিতল ভারত। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ৫০ মিটার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে (Swapnil Kusale)। শুটিংয়ে দুটো পদক এসে গিয়েছে। এবার আরও একটি পদক পেয়ে গেল ভারত। শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার ৩ পজিশনের ফাইনালে উঠেছিলেন স্বপ্নিল কুশালে। বাছাই পর্বে সপ্তম স্থানে শেষ করে ফাইনালে প্রবেশ করেন তিনি। ৪৫১.৪ পয়েন্ট স্কোর করে পোডিয়াম ফিনিশ করলেন ভারতীয় শুটার ৷

এক্ষেত্রে তিনটি পজিশনে শ্যুটারদের শুটিং করতে হয়। প্রথমে দাঁড়িয়ে, তারপর বসে ও শেষে শুয়ে। এদিন স্বপ্নিলের পদক জয় ঐতিহাসিক। কারণ, তিনিই প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে ভারতীয় হিসেবে পদক আনলেন।এর আগে প্য়ারিসে চলা অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ এনে দিয়েছেন মনু ভাকের৷ এরপর মিক্সড ইভেন্টে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ব্রোঞ্জ এনে দেন সেই মনুই ৷

সবমিলিয়ে সপ্তম ভারতীয় শুটার হিসেবে অলিম্পিকে এদিন পদক আনলেন স্বপ্নিল৷ এর আগে চলতি অলিম্পিকে ভারতের জোড়া পদক এসেছিল মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ও ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে। শ্যুটিং-এ তৃতীয় পদক জিতল ভারত। ৫০ মিটার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুশালে। শুটিংয়ে দুটো পদক এসে গিয়েছে। এবার আরও একটি পদক পেয়ে গেল ভারত। শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার ৩ পজিশনের ফাইনালে উঠেছিলেন স্বপ্নিল কুশালে। বাছাই পর্বে সপ্তম স্থানে শেষ করে ফাইনালে প্রবেশ করেন তিনি। ৪৫১.৪ পয়েন্ট স্কোর করে পোডিয়াম ফিনিশ করলেন ভারতীয় শুটার ৷

এর আগে মনু ভাকেরও ইতিহাস গড়েছিলেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে একই অলিম্পিকে দুটি মেডেল জেতার রেকর্ড গড়ে। আর এবার রেকর্ড গড়ে ফেললেন স্বপ্নিলও। ফলে ভারতের তিনটি পদকের তিনটিই এল শুটিং-এর হাত ধরে। এখনও অবধি ভারতীয়রা আর কোনও বিভাগে কোনও পদক পাননি। তবে আশা জাগাচ্ছেন পিভি সিন্ধু, মনিকা বাত্রা সহ অন্যান্য ক্রীড়াবিদরা।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement