অলিম্পিকে ভারতের জন্য খারাপ খবর। ৫০ কেজির কুস্তির বিভাগে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন ভারতের ভিনেশ ফোগট। এই ইভেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। বুধবার তিনি সোনা জয়ের লক্ষ্যে ফাইনালে নামতেন। যদিও তার আগেই তিনি ডিসকোয়ালিফাই হয়ে গেলেন। সূত্রের খবর, বুধবার সকালে প্রতিযোগীতার অনুমোদিত ওজন ৫০ কেজির চেয়ে ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি ছিল। আর সেই কারণেই তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, 'এটি দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে মহিলা কুস্তির ৫০ কেজি ক্লাস থেকে ভিনেশ ফোগটকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সারা রাত ধরে দলের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আজ সকালে তাঁর ওজন ৫০ কেজির বেশি হয়েছে৷ আর কোনও মন্তব্য করা হবে না৷ এই সময়ে দল অন্য প্রতিযোগিতায় মনোযোগ দিতে চায়।'
ইন্ডিয়া টুডে জেনেছে টিম ইন্ডিয়া বুধবার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবে।মঙ্গলবার ভিনেশ ফোগট ৫০ কেজি অনুমোদিত সীমার মধ্যে ছিলেন। অলিম্পিকের কুস্তির ফাইনালে পৌঁছনো প্রথম ভারতীয় মহিলা হন তিনি। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে যাওয়ার আগে তিনি প্রথম রাউন্ডে বিশ্বের ১ নম্বর ইউই সুসাকিকে হারিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে তিনি হারান ইউক্রেনের লিভাচ ওকসানাকে। সেমিফাইনাল ম্যাচে কিউবার লোপেজ গুজম্যানকে হারিয়ে প্যারিসে নিজের পদক নিশ্চিত করেছেন ভিনেশ। জাপানি খেলোয়াড়ের বিরুদ্ধে তাঁর ম্যাচের মতো, ভিনেশ তার কিউবার প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই সতর্ক ছিলেন, তিনি ম্যাচের শুরুতেই গুজম্যানের পা ধরে মোক্ষম প্যাঁচ দেন। প্রথমেই কিউবান প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন। তবে ভিনেশ ম্যাচের প্রথম ২ মিনিটে কোনও পয়েন্ট জিততে পারেননি, এর পরে ভিনেশ চাপ প্রয়োগ করতে শুরু করে এবং গুজম্যানকে পরাস্ত করেন।
অলিম্পিকের পদকের দৌড় থেকে ভিনেশ ছিটকে যাওয়ার পরে তাঁর জেঠু ও গুরু মহাবীর ফোগট বলেন, 'ফেডারেশনের কাছে আমার কোনও দাবি নেই, তারা যা চাইবে তাই করবে। এই ঘটনার জন্য গোটা দেশ শোকে কাতর।'
বক্সিং-এ ওজন করার নিয়মগুলি কী কী?
প্রতিযোগিতার প্রতিটি দিনে সেই নির্দিষ্ট দিনে প্রতিযোগী সকল বক্সারদের একটি মেডিকেল পরীক্ষা এবং ওজন চেক করা হয়। প্রতিটি বক্সারকে একটি পোস্ট-বাউট মেডিকেল পরীক্ষাও করা হয়। উল্লেখযোগ্যভাবে, এর আগে ভিনেশ মহিলাদের ৫৩ কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করতেন। তিনি টোকিও অলিম্পিকেও ৫৩ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।