প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছেন মনু ভাকের (Manu Bhakar)। ১০ মিটার পিস্তল ইভেন্টে অল্পের জন্য সোনা ও রুপো হাতছাড়া করেন ভারতীয় শ্যুটার। এটাই এবারের অলিম্পিকে ভারতের প্রথম পদক। ১২ বছর পর তাঁর হাত ধরে পদক পেল ভারতীয় দল। মনুর পদক জয়ের পর ফোনে তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দুপুরে মনু ডাকের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২২১.৭ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি করেছেন। শ্যুটিংয়ে কোনো পদক জিতে প্রথম ভারতীয় মহিলা হলেন মনু।
ফোনে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। আপনার সাফল্যের খবর শুনে আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। তবে পয়েন্ট ওয়ানের (.১) কারণে রুপো হাতছাড়া হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আপনি দেশের গৌরব বয়ে আনলেন। আপনি দুই ধরনের ক্রেডিট পাচ্ছেন। প্রথমত, আপনি একটি ব্রোঞ্জ পদক এনেছেন এবং ভারতের প্রথম মহিলা যিনি শ্যুটিংয়ে পদক এনেছেন। আমার পক্ষ থেকে অভিনন্দন।
তিনি বললেন, 'দেখুন, টোকিও অলিম্পিকে রাইফেল আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এবার সব ঘাটতি পূরণ করেছেন। আমার পূর্ণ আশা আছে আপনি ভবিষ্যতেও ভালো করবেন, শুরুটা খুব ভালো, এতে আপনার উৎসাহও বাড়বে এবং আত্মবিশ্বাসও বাড়বে। এতে দেশও লাভবান হবে।'
এবার প্যারিসে তাঁকে একেবারে ঠান্ডা মাথায় শ্যুটিং করতে দেখা যায়। এরকম অলিম্পিক ফাইনালে সবথেকে বড় বিষয় সমস্যা চাপ সামলানো। কারণ অলিম্পিকের থেকে বড় মঞ্চ আর হয় না। সেই প্রবল চাপ সামলেই রবিবার মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলের ফাইনালে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতেছেন ২২ বছরের ভারতীয় তারকা। একটা সময় প্রবল চাপ ছিল। সেই চাপ সামলে যে প্যারিসে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনি। ম্যাচ শেষে মনু বলেন, 'ম্যাচ চলাকালীন, আমি শুধু 'ভগবদ গীতা' এবং অর্জুনের কথা ভাবছিলাম কারণ আমি ম্যাচের আগে ভগবদ গীতা পড়েছিলাম।'
তিনি আরও বলেন, 'খুবই ভালো লাগছে। সত্যি বলতে, আমি জেতার মেজাজেই ছিলাম। আশা করছি ভারত আরও পদক জিতবে। ব্যক্তিগত ভাবে কী অনুভূতি ঠিক বোঝাতে পারব না। এমনকি শেষ শটেও সর্বস্ব দিয়েছিলাম। ব্রোঞ্জ পেয়েছি। হয়তো আরও একটু ভালো করতে পারতাম। পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা থাকবে।’
মনুর ঐতিহাসিক পদক জয়ের পরে ২২ বছরের ভারতীয় তারকাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'একটি ঐতিহাসিক পদক। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জেতার জন্য অভিনন্দন তোমায়। ব্রোঞ্জ পদক জয়ের জন্য অভিনন্দন। এই সাফল্যটা আরও স্পেশাল হয়ে গিয়েছে, কারণ শ্যুটিংয়ে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতেছে ও। অভাবনীয় সাফল্য।'