Advertisement

খেলা

৫৩ বছরের খরা কাটিয়ে রাতভর উচ্ছ্বাসে ভাসল ইতালি

Aajtak Bangla
  • লন্ডন,
  • 12 Jul 2021,
  • Updated 1:21 PM IST
  • 1/10

৫৩ বছর পর ফের ইউরো জয়। উচ্ছ্বাসে ভাসছে গোতা ইতালি। টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে জিতে নিয়েছে খেতাব। প্রথমবার ইউরো জয় থেকে সামান্য আগে থমকে যেতে হয়েছে ব্রিটিশদের।

  • 2/10

স্বাভাবিকভাবেই রাতভর উল্লাস, হুল্লোড় চলেছে ইতালিতে। রোম থেকে মিলান কিংবা ভেনিস সর্বত্র ছিল একই চিত্র। অযথা চিৎকার, গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস প্রকাশ হয়েছে অনেক জায়গাতেই।

  • 3/10

করোনা পরিস্থিতিতে নানা বিধি নিষেধ থাকলেও অনেক জায়গাতেই বিধি অটুট থাকেনি। এমন দিন জীবনে কবার আসে। তাই আগল টুটলে টুটুক। বাঁধ ভাঙলে ভাঙুক।

  • 4/10

কে কাকে বাধা দেয়। লন্ডনের প্রধান রাস্তাগুলি, বিশেষ করে স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় হুল্লোড় করেছে ইতালিয়রা। শুধু কি সমর্থকরা! উৎসবে ভেসেছেন ইতালির খেলোয়াড়রা।

  • 5/10

ম্যাচের শেষ পেনাল্টিটা গোলরক্ষক আটকে দিতেই, ডাগ আউট থেকে ছিটকে বেরিয়ে এসেছেন অতিরিক্ত খেলোয়াড়রা, কোচ মানচিনি, মাঠে একে অপরের ঘাড় চেপে তখন বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছে নীল জার্সির মালিকরা।

  • 6/10

রবিবারের দিনটাই যেন নীল জার্সির ক্ষেত্রে গ্রহ-নক্ষত্র-রাহু-কেতু সমস্ত নক্ষত্র একসঙ্গে সুফল দিয়েছে। সকালে কোপা জিতেছে আরও এক নীল জার্সির মালিক আর্জেন্টিনা। রাতে ইউরো জিতে নিয়েছে ইতালি।

  • 7/10

এদিন লন্ডনের রাস্তার পাশাপাশি রাতভর আতসবাজি পুড়েছে ইতালির অলিগলিতে। ইতালির লেওনার্দো বোনুচ্চিকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে।

  • 8/10

৩৪ বছরের ওই ফুটবলারকেই ইউরো ফাইনালের সেরা ফুটবলার নির্বাচন করা হয়েছে। বরিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরো কাপের ফাইনালে গোল করার নজির গড়লেন বোনুচ্চি।
 

  • 9/10

ইউরো কাপের ফাইনালের টাইব্রেকারে নিজের সেরাটা উজাড় করে দেওয়া ইতালির গোলরক্ষক গিয়ানলুইগি দন্নারুম্মা পেয়েছেন সোনার বল। তাঁকে টু্র্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

  • 10/10

ইউরো কাপে চ্যাম্পিয়ন হওয়া ইতালি ১০ মিলিয়ন ইউরো পুরস্কার মূল্য পেল। রানার্স আপ ইংল্যান্ড পেল সাত মিলিয়ন ইউরো।

 

Advertisement
Advertisement