Advertisement

খেলা

Asia Cup 2022, India vs Pakistan: PHOTOS : বিশ্বকাপের বদলা নিতে তৈরি টিম ইন্ডিয়া, কতটা প্রস্তুত রোহিতরা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2022,
  • Updated 11:35 AM IST
  • 1/9

গত বছর পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়ে এবার মাঠে নামবে টিম ইন্ডিয়া (Team India)। দলের জন্য ভাল ব্যাপার হল কোচ রাহুল দ্রাবিড় করোনা নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

  • 2/9

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দলে রয়েছেন। এমন পরিস্থিতিতে ভারতীয় দল এই বড় ম্যাচে দ্রাবিড়ের পাশাপাশি লক্ষ্মণের অভিজ্ঞতাও কাজে লাগানোর সুবিধা পাবে।

  • 3/9

পাকিস্তান (Pakistan Cricket Team)  দলে নেই শাহিন আফ্রিদি। চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন তিনি।  একই কারণে খেলতে পারছেন না মহম্মদ ওয়াসিম জুনিয়রও।ফলে সমস্যায় পাকিস্তান দল। এই ম্যাচে জিততে পারলে ভারতের জন্য পরের রাউন্ডে যাওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার হবে।  

  • 4/9

ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরা। ডান হাতি এই জোরে বোলার ভারতের অন্যতম সেরা সম্পদ। চোটের জন্য এশিয়া কাপে নেই তিনি। তবে দলে রয়েছেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। কিপার হিসেবে রোহিত শর্মা দীনেশ কার্তিক না কি ঋষভ পন্তকে বেছে নেন সেটাই এখন দেখার। 

  • 5/9

মিডল অর্ডারে ভারতের অন্যতম ভরসা হতে পারেন সূর্যকুমার যাদব। তাঁর বড় শট মারার ক্ষমতা টি২০ ক্রিকেটে দারুণ কাজে লাগতে পারে। আইপিএল থেকেই দারুণ ছন্দে রয়েছেন স্কাই।  

  • 6/9

অলরাউন্ডার হিসেবে দারুণ কিছু করে দেখাতে পারেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বল হাতেও পঞ্চম বোলারের ভূমিকা দারুণভাবে পালন করতে পারেন তিনি।  

  • 7/9

ভারতের বোলিংকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। তাঁর নিয়ন্ত্রিত সুইং আর সঠিক জায়গায় বল রাখার ক্ষমতা ভারতকে সাহায্য করবে। তবে দ্রুত উইকেট তুলে নিতে হবে ভারতকে। চাপ বাড়াতে হবে পাকিস্তান ব্যাটারদের উপরে। 

  • 8/9

ফিনিশার হিসেবে বারে বারে নিজেকে প্রমাণ করেছেন দীনেশ কার্তিক। আইপিএল থেকেই দারুণ ছন্দে রয়েছেন ভারতের এই উইকেটকিপার ব্যাটার। তবে পন্ত দলে থাকলে কার্তিক সুযোগ পাবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।  

  • 9/9

শুধুমাত্র উইকেট তোলা নয়, পাশাপাশি পাকিস্তানের রান আটকে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যুজবেন্দ্র চাহালের। ভাল ছন্দে রয়েছেন তিনিও।  তাঁর বোলিংয়ে বৈচিত্র সমস্যায় ফেলতে পারে পাকিস্তান ব্যাটারদের। 

Advertisement
Advertisement