৫৯ বছর বয়সে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রী অর্পিতা সহ গোটা পরিবারের সঙ্গে দেখা গেল তাঁকে।
ছবিতে স্নেহাশিসের পাশেই স্ত্রী অর্পিতাকে দেখা যায়। তাছাড়াও হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সৌরভ তো ছিলেনই।
এছাড়াও নব দম্পতির পাশেই হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রী শ্রেয়া পাণ্ডেকে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন তিনি।
স্নেহাশিসের পরনে ছিল অফ হোয়াইট পাঞ্জাবি ও পাজামা। অন্যদিকে, অর্পিতারও পরনে ছিল অফ হোয়াইট ও ধূসর রঙের শাড়ি। সঙ্গে ম্যাচিং ব্লাউজ, গলায় লম্বা ঝোলা হার, কানে ঝুমকো, হাতে চুরি, শাঁখা-পলা ও ছোট্ট টিপ।
অন্যদিকে সোনালি পাড় দেওয়া কালো শাড়িতে সেজে উঠেছিলেন ডোনা, সৌরভ পরেছিলেন কালো রঙের টি-শার্ট।
এর আগে নৃত্যশিল্পী মোম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল স্নেহাশিসের। কিন্তু ২০২৩ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
অর্পিতারও এটা দ্বিতীয় বিয়ে। তিনি নিজে পেশায় একজন ব্যবসায়ী।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই CAB এর সভাপতি, এর আগে সচিব পদও সামলেছেন।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে শ্রেয়া লেখেন, 'আমার প্রিয় স্নেহাশিষদা এবং অর্পিতাদি'র প্রথম বার্ষিকী উদযাপনের জন্য গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে গত রাত্রে সামিল হয়েছিলাম। সৌরভদা এবং ডোনাদি'র সঙ্গে দেখা করা সব সময়ই আনন্দের।'
এই অনুষ্ঠানে হাজির ছিলেন মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীও।