Advertisement

খেলা

আজ বলবন্তের জায়গায় জেজে'কে নামালেই কি আসত সাফল্য, কী বলেন আপনারা?

কৌশিক বিশ্বাস
  • 01 Dec 2020,
  • Updated 11:33 PM IST
  • 1/7

আজ মুম্বই সিটি এফসি'র কাছে ০-৩ ব্যবধানে হেরে গেছে ইস্টবেঙ্গল। তারপরেই ফাওলারের নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম ম্যাচে জেজে'কে না খেলানো নিয়ে অনেক কথাই হয়েছিল। কিন্তু, দ্বিতীয় ম্যাচেও তিনি এই পাহাড়ি ফুটবলারকে প্রথমে নামালেন না।  ৬৬ মিনিটে তিনি বলবন্তের পরিবর্তে মাঠে জেজে'কে নামান। কিন্তু, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। আজ ইস্টবেঙ্গলকে হারার পর ফাওলারের নীতি নিয়ে আরও একবার প্রশ্ন তুলছেন লাল-হলুদ সমর্থকেরা।

ছবি সৌজন্য : টুইটার (@sc_eastbengal)

  • 2/7

আজ মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে চলতি আইএসএল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু, লাল-হলুদের আক্রমণে সেই ঝাঁঝটাই দেখতে পাওয়া গেল না। আজকের ম্যাচে ফাওলার ব্রিগেড তিন গোলে হেরে গেল। ম্যাচের প্রথমার্ধেই তারা ০-১ গোলে পিছিয়ে পড়ে। ২০ মিনিটে গোল করেন লে ফন্দ্রে। এবার দ্বিতীয়ার্ধে আরও একটি করে গোল করেন ফন্দ্রে এবং সান্তানা।

ছবি সৌজন্য : টুইটার (@IndSuperLeague)

  • 3/7

আজ আশা করা হয়েছিল খারাপ ফর্মে থাকা বলবন্ত সিংয়ের বদলে প্রথমে হয়ত জেজে'কেই প্রাধান্য দেবেন ফাওলার। কিন্তু, তেমনটা দেখা গেল না। ৬৬ মিনিটে জেজে যখন মাঠে নামছেন তখন তিন-তিনটে গোল হজম করে বসে রয়েছে এসসি ইস্টবেঙ্গল।

ছবি সৌজন্য : টুইটার (@IndSuperLeague)

  • 4/7

ম্যাচের ২০ মিনিটের মাথায় মুম্বই সিটি এফসি'র কাছে খুলে যায় সাফল্যের দরজা। রাওলিনের লম্বা পাস পান হুগো আদনান। এরপর তিনি লম্বা দৌড় লাগান। অবশেষে তাঁর পা থেকে বল লে ফন্দ্রের কাছে আছে। তিনি নিখুঁতভাবে বলটাকে ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে দেন।

ছবি সৌজন্য : টুইটার (@IndSuperLeague)

  • 5/7

আশা করা হয়েছিল, দ্বিতীয়ার্ধে এসসি ইস্টবেঙ্গল হয়ত কিছুটা হলেও নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেবে। কিন্তু, কোথায় কী? মুম্বইয়ের আক্রমণের সামনে তারা আরও খেই হারিয়ে ফেলে। ম্যাচের ৪৭ মিনিটে বক্সের মধ্যে ফাউল করে ফেলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ মজুমদার। রেফারিও পেনাল্টি দিতে খুব একটা বেশিক্ষণ সময় নেননি। এই সুযোগে আরও একবার কাজে লাগান গ্লেনভিল লে ফন্দ্রে। তাঁর পায়ের জোরালো শটেই ২-০ গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি।

ছবি সৌজন্য : টুইটার (@IndSuperLeague)

  • 6/7

কিন্তু, তখন এসসি ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটা পোঁতা বাকি ছিল। আর সেই কাজটাই ৫৭ মিনিটে করে দিলেন হারনান সান্তানা। অ্যাসিস্ট করলেন সেই হুগো আদনান। এরপর ইস্টবেঙ্গল একেবারেই দিকভ্রষ্ট হয়ে পড়ে। বেশ কয়েকটা গোলের সুযোগ তারা পেলেও, তেকাঠির মধ্যে কেউই বল রাখতে পারেননি।

ছবি সৌজন্য : টুইটার (@IndSuperLeague)

  • 7/7

যে বল পজ়েশন নিয়ে গত ম্যাচে গর্ব করেছিলেন ফাওলার, আজ তার বিন্দুবিসর্গও দেখতে পাওয়া গেল না। ম্যাচের শেষে পরিসংখ্যান বলছে মুম্বই সিটি এফসির দখলে যেখানে ৫৯ শতাংশ বল ছিল, সেখানে এসসি ইস্টবেঙ্গলের দখলে ছিল মাত্র ৪১ শতাংশ। এরথেকে আপনারা আশা করি গোটা ম্যাচের ছবিটা স্পষ্ট বুঝতেই পারছেন।

ছবি সৌজন্য : টুইটার (@IndSuperLeague)

Advertisement
Advertisement