১৬ মার্চ ভারতীয় ক্রিকেট অধ্যায়ে লেখা হয়েছিল এক নতুন ইতিহাস। ভারতীয় উপমহাদেশ যেখানে ক্রিকেটকে একটা আলাদা ধর্ম হিসেবে মনে করা হয়, সেই দেশে সচিন তেন্ডুলকরকে যে ঈশ্বর হিসেবে পুজো করা হবে, তা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না। ২০১২ সালের ১৬ মার্চ এমন একটা দিন, যেদিন এশিয়া কাপের একটা ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে এক অভূতপূর্ব রেকর্ড কায়েম করেছিলেন সচিন তেন্ডুলকর। খেলাটি হয়েছিল মীরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে।
আসলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটা সচিন তেন্ডুলকরের ৪৯তম শতরান ছিল। এছাড়া টেস্ট ক্রিকেটে ততদিনে তাঁর ৫১টি সেঞ্চুরি হয়েই গিয়েছিল। আর এভাবেই মাস্টার ব্লাস্টার একশোটি শতরান পূরণ করেন। ভারতরত্ন পুরস্কারে সম্মানিত সচিন তেন্ডুলকর গোটা ক্রিকেট বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যাঁর দখলে এই কৃতিত্ব রয়েছে। তাঁর আগে এই শৃঙ্গ আর কেউ স্পর্শ করতে পারেনি।
সচিন তো নিজের শতরান পূরণ করেই নিয়েছিলেন, কিন্তু ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচটা পাঁচ উইকেটে হেরে যায়। এই ম্যাচে সচিন ১২টি বাউন্ডারি এবং একটা ছক্কা হাঁকিয়ে ১১৪ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। সচিন ছাড়াও বিরাট কোহলি ৬৬ এবং রায়না ৫১ রান করেছিলেন। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত পাঁচ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছিল। জবাবে বাংলাদেশ চার বল হাতে থাকতেই এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়। বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে সবথেকে বেশি ৭০ রান করেছিলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ৫১টি টেস্ট সেঞ্চুরি এবং ৪৯টি ওয়ানডে সেঞ্চুরি রয়েছে।