Advertisement

খেলা

আজ থেকে শুরু হচ্ছে টি-২০'র ধুমধাম, কোহলি-রোহিতের নজরে এই রেকর্ডগুলো!

Aajtak Bangla
  • 12 Mar 2021,
  • Updated 12:24 AM IST
  • 1/6

সম্প্রতি চার ম্যাচের টেস্ট সিরিজ়ে ইংল্যান্ডকে ১-৩ ব্যবধানে হারিয়েছে ভারত। এবার সেই জয়ের ধারা টি-২০ সিরিজ়েও অব্যাহত রাখতে চায় কোহলি ব্রিগেড। আগামী ১২ থেকে ২০ মার্চ পর্যন্ত পাঁচটা ম্যাচই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। সুতরাং এই ম্যাচে যে ভারতীয় ক্রিকেট থাকবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। অন্যদিকে ইংল্যান্ডও ভালো পারফরম্যান্স করার জন্য মুখিয়ে রয়েছে। এই টি-২০ সিরিজ় চলাকালীন ভারতীয় ক্রিকেটারদের কাছে বেশ কয়েকটি রেকর্ড গড়ারও সুযোগ রয়েছে।

  • 2/6

এই সিরিজ় চলাকালীন বিরাট কোহলি একটা বড় রেকর্ড গড়তে পারেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩,০০০ রানের মাইলফলক সবথেকে দ্রুত স্পর্শ করতে পারেন বিরাট কোহলি। এই রেকর্ড গড়তে কোহলির আর ৭২ রান বাকি আছে।

  • 3/6

এখনও পর্যন্ত বিরাট কোহলি ৮৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। এরমধ্যে ৭৯টি ইনিংসে তিনি ৫০.৪৮ ব্যাটিং গড়ে মোট ২,৯২৮ রান করেছেন। পাশাপাশি তিনি ২৫টি হাফসেঞ্চুরি করলেও একটাও  সেঞ্চুরি করতে পারেননি। তাঁর সর্বাধিক রান অপরাজিত ৯৪। সবথেকে বেশি রান করার বিচারে মার্টিন গাপটিল দ্বিতীয় এবং রোহিত শর্মা তৃতীয় স্থানে রয়েছেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান করা ব্যাটসম্যানেরা :

  1. বিরাট কোহলি (ভারত) - ২,৯২৮ রান
  2. মার্টিন গাপটিল (নিউজ়িল্যান্ড) - ২,৮৯৩ রান
  3. রোহিত শর্মা (ভারত) -  ২,৭৭৩ রান
  4. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) - ২,৩৪৬ রান
  5. শোয়েব মালিক (পাকিস্তান) - ২,৩৩৫ রান

  • 4/6

অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটার হলে পারেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত ১০৮টি ম্যাচে রোহিত শর্মা ১২৭টি ছক্কা হাঁকিয়েছেন। নিউজ়িল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ৯৯টি ম্যাচে ১৩৯টি ছক্কা হাঁকিয়েছেন। এরপরেই তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। তিনি ৯৭টি ম্যাচে ১১৩টি ছক্কা হাঁকিয়েছেন। সেইসঙ্গে সবথেকে বেশি রান করার পরিসংখ্যানে রোহিত মার্টিন গাপটিলকেও পিছনে ফেলে দিতে পারেন। রোহিত এবং গাপটিলের মধ্যে মাত্র ৬৬ রানের দুরত্ব রয়েছে।

  • 5/6

ভারতীয় ক্রিকেট দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চহ্বাল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট শিকার করতে পারেন। আপাতত জসপ্রীত বুমরাহের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শীর্ষস্থানে রয়েছেন যুজবেন্দ্র চহ্বাল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৪৫ ম্যাচে চহ্বাল ৫৯টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে বুমরাহ ৫০ ম্যাচে ৫৯টি উইকেট নিজের ঝুলিতে পুরে নিয়েছেন। এই টি-২০ সিরিজ়ে খেলছেন না জসপ্রীত বুমরাহ। সেই সুযোগের চহ্বালের কাছে রেকর্ড গড়ার সবথেকে ভালো সুযোগ রয়েছে।

  • 6/6

অনেকদিন পর ভারতীয় ক্রিকেট দলে ফিরতে চলেছেন জোরে বোলার ভুবনেশ্বর কুমার। ভুবি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে দ্রুত ৫০ উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় বোলার হিসেবে জায়গা করে নিতে পারেন। আপাতত তিনি ৪৩ ম্যাচে ৪১টি উইকেট শিকার করেছেন। ভুবির আগে এই রেকর্ড কায়েম করেছেন রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ এবং চহ্বাল।

Advertisement
Advertisement