Advertisement

খেলা

আজও কি জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে ভারতীয় ক্রিকেট দল!

কৌশিক বিশ্বাস
  • 20 Mar 2021,
  • Updated 5:00 PM IST
  • 1/4

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ়ের অন্তিম ম্যাচ আজ সন্ধ্যা সাতটা থেকে শুরু হতে চলেছে। দুটো দলই আপাতত দুটো করে ম্যাচ জিতেছে। আজকেই এই ম্যাচ জিতে ভারত এবং ইংল্যান্ড দুটো দলই এই সিরিজ়টা নিজেদের পকেটে পুরতে চায়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট যে ব্যাটিং সহায়ক হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজকের ম্যাচেও টস গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। রাতেরবেলা মাঠে শিশির পড়ার কারণে বল ভিজে যায় এবং সেকারণেই যে দল টসে জিতবে, আজ তারাই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।

  • 2/4

বিগত দুটো সিরিজ়ে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে কার্যত ধুয়ে দিয়েছে। এই দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ১৮টা টি-২০ ম্যাচ খেলা হয়েছে। দুটো দলই ন'টা করে ম্যাচ জিতেছে। ইংল্যান্ড আজ ভারতকে হারিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছতে চাইবে। আসলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটো দলই ভারতকে ন'টি করে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হারিয়েছে।

  • 3/4

অন্যদিকে আবার ভারতীয় ক্রিকেট দল আপাতত বিজয় রথে চেপে এগিয়ে চলেছে। বিগত সাতটি টি-২০ সিরিজ়ে তাদের কেউ হারাতে পারেনি। এরমধ্যে একটা ড্র হয়েছে এবং ছ'টায় তারা জয়লাভ করেছে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ের পর ভারতকে আর কোনও সিরিজ়ে হারতে হয়নি। এই সিরিজ়টা দুটো দলের কাছেই টি-২০ বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে। টি-২০ ফরম্যাটে বিশ্বের এর নম্বর ব্যাটসম্যান দাউয়িদ মালান সবথেকে দ্রুত হাজার রান করে বাবর আজ়মের রেকর্ড ভেঙে দিতে পারেন।

  • 4/4

একনজরে দেখে নেওয়া যাক, কে কে রয়েছেন দুই দলে :

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চহ্বাল, ভুবনেশ্বর কুমার, অক্সর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, নভদীপ সাইনি, দীপক চহ্বার, রাহুল চহ্বার, রাহুল তেওটিয়া, ইশান কিষান 

ইংল্যান্ড : ইয়ন মরগ্যান (অধিনায়ক), জস বাটলার, জেসন রয়, লিয়াম লিভিংস্টোন, দাউয়িদ মালান, বেন স্টোকস, মইন আলি, আদিল রশিদ, রিস টাপলে, ক্রিস জর্ডন, মার্ক উড, স্যাম কুরান, টম কুরান, স্যাম বিলিংস, জনি বেয়ারস্টো এবং জোফ্রা আর্চার

Advertisement
Advertisement