Advertisement

খেলা

IPL 2021 Auction : কেমন হল আটটা ফ্র্যাঞ্চাইজ়ি, দেখে নেওয়া যাক এক নজরে

Aajtak Bangla
  • 18 Feb 2021,
  • Updated 11:16 PM IST
  • 1/10

ইতিমধ্যেই বেজে গেল আইপিএল ২০২১-র ডঙ্কা। শেষ হয়ে গেল নিলাম অনুষ্ঠান। আজ চেন্নাইয়ে এই নিলামের আসর বসেছিল। ৫৭ জন ক্রিকেটারকে কিনতে আটটা ফ্র্যাঞ্চাইজ়ি মোট ১৪৫.৩ কোটি টাকা খরচ করেছে। ২২জন বিদেশি ক্রিকেটারকে কেনা হল। সবথেকে বেশি দামে ক্রিস মরিসকে কিনেছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে প্রতিবারের মতো এবারও গ্লেন ম্যাক্সওয়েল মোটা অঙ্কের দাঁও মেরেছে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দেখা যাবে ম্যাক্সি ঝড়।

  • 2/10

অন্যদিকে এবারের আইপিএল টুর্নামেন্টে বেশ কিছু চমকও ছিল। টেস্ট ক্রিকেট বিশেষজ্ঞ চেতেশ্বর পূজারাকে কিনেছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে প্রথম পর্বে দল না পেলেও নিলামের দ্বিতীয় পর্বে দল পেলেন হরভজন সিং এবং কেদার যাদব। তাঁরা যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ়ার্স হায়দরাবাদ দলে এলেন। আইপিএল নিলাম অনুষ্ঠানে সবশেষে কেনা হয় অর্জুন তেন্ডুলকরকে। তাঁকে ২০ লাখ টাকায় কেনে মুম্বই ইন্ডিয়ান্স।

আসুন আটটা ফ্র্যাঞ্চাইজ়ির গোটা দলের উপরে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক :

  • 3/10

মুম্বই ইন্ডিয়ান্স


যে ক্রিকেটারদের ধরে রেখেছিল : রোহিত শর্মাস আদিত্য তারে, আনমোলপ্রীত সিং, অনুকূল রায়, ধবল কুলকার্নি, হার্দিক পান্ডিয়া, ইশান কিষান, জসপ্রীত বুমরাহ, জয়ন্ত যাদব, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, কুইন্টন ডি'কক, রাহুল চহ্বর, সূর্যকুমার যাদব, ট্রেন্ট বোল্ট, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, মহসিন খান

আজকের নিলাম অনুষ্ঠানে যে ক্রিকেটারদের কেনা হল : নাথান কুল্টার নাইল (৫ কোটি), অ্যাডাম মিলনে (৩.২ কোটি), পীযূষ চাওলা (২.৪ কোটি), জেমস নিশাম (৫০ লাখ), যুধবীর চারক (২০ লাখ), মার্কো জেনসন (২০ লাখ), অর্জুন তেন্ডুলকর (২০ লাখ)

  • 4/10

রাজস্থান রয়্যালস

যে ক্রিকেটারদের ধরে রেখেছিল : সঞ্জু স্যামসন, বেন স্টোকস, জোফ্রা আর্চার, জস বাটলার, মহিপাল লোমরোর, মনন ভোরা, ময়াঙ্ক মার্কন্ডে, রাহুল তেওটিয়া, রিয়ান পরাগ, শ্রেয়স গোপাল, রবিন উথাপ্পা, জয়দেব উনাদকাট, যশস্বী জয়সওয়াল, অনুজ রাওয়াত, কার্তিক ত্যাগী, ডেভিড মিলার, অ্যান্ড্রু টাই

আজকের নিলাম অনুষ্ঠানে যে ক্রিকেটারদের কেনা হল : ক্রিস মরিস (১৬.২৫ কোটি), শিবম দুবে (৪.৪ কোটি), মুস্তাফিজ়ুর রহমান (১ কোটি), চেতন শাকারিয়া (১.২০ কোটি), কেসি কারিয়াপ্পা (২০ লাখ), লিয়াম লিভইংস্টোন (৭৫ লাখ), কুলদীপ যাদব (২০ লাখ), আকাশ সিং (২০ লাখ)

  • 5/10

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

যে ক্রিকেটারদের ধরে রেখেছিল : বিরাট কোহলি, এবি ডি'ভিলিয়ার্স, দেবদত্ত পাল্লিকাল, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহ্বাল, জোসুয়া ফিলিপ, পবন দেশপাণ্ডে, শাহবাজ় আহমেদ, অ্যাডাম জ়াম্পা, কেন রিচার্ডসন

আজকের নিলাম অনুষ্ঠানে যে ক্রিকেটারদের কেনা হল : গ্লেন ম্যাক্সওয়েল (১৪.২৫ কোটি), সচিন বেবি (২০ লাখ), রজত পতিদার (২০ লাখ), মহম্মদ আজ়হারউদ্দিন (২০ লাখ), কাইল জেমিসন (১৫ কোটি), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান (৪.৮ কোটি), কেএস ভরত (২০ লাখ), সুয়াস প্রভুদেশাই (২০ লাখ)

  • 6/10

সানরাইজ়ার্স হায়দরাবাদ


যে ক্রিকেটারদের ধরে রেখেছিল : ডেভিড ওয়ার্নার, অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মণীশ পান্ডে, মহম্মদ নবি, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ় নাদিম, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কৌল, খলিল আহমেদ, টি নটরাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, বিরাট সিং, প্রিয়ম গর্গ, মিশেল মার্শ, জেসন হোল্ডার, আব্দুল সামাদ

আজকের নিলাম অনুষ্ঠানে যে ক্রিকেটারদের কেনা হল : জগদীশ সূচিথ (৩০ লাখ), কেদার যাদব (২ কোটি), মুজিব উর রহমান (১.৫ কোটি)
 

  • 7/10

চেন্নাই সুপার কিংস

যে ক্রিকেটারদের ধরে রেখেছিল : মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, কেএম আসিফ, দীপক চহ্বার, ডোয়েন ব্র্যাভো, ফাফ ডু'প্লেসি, ইমরান তাহির, এন জগদীশন, করণ শর্মা, লুঙ্গি এনগিডি, মিশেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, স্যাম কুরান, জস হ্যাজ়েলউড, আর সাই কিশোর

আজকের নিলাম অনুষ্ঠানে যে ক্রিকেটারদের কেনা হল : মইন আলি (৭ কোটি), কে গৌতম (৯.২৫ কোটি), চেতেশ্বর পূজারা (৫০ লাখ), হরিশঙ্কর রেড্ডি (২০ লাখ), ভগত বর্মা (২০ লাখ), হরি নিশান্ত (২০ লাখ)

  • 8/10

দিল্লি ক্যাপিটালস

যে ক্রিকেটারদের ধরে রেখেছিল : শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, অমিত মিশ্রা, আভেস খান, অক্সর প্যাটেল, হর্ষল প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, পৃথ্বী শ, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পান্থ, শিখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়েনিস, ললিত যাদব, অ্যানরিচ নর্ৎজ়ে, ড্যানিয়েল স্যামস, প্রবীন দুবে, ক্রিস ওকস

আজকের নিলাম অনুষ্ঠানে যে ক্রিকেটারদের কেনা হল : স্টিভ স্মিত (২.২ কোটি), উমেশ যাদব (১ কোটি), রিপল প্যাটেল (২০ লাখ), বিষ্ণু বিনোদ (২০ লাখ), লুকমান মেরিওয়ালা (২০ লাখ), এম  সিদ্ধার্থ ((২০ লাখ), টম কুরান (৫.২৫ কোটি), স্যাম বিলিংস (২ কোটি)

  • 9/10

পঞ্জাব কিংস

যে ক্রিকেটারদের ধরে রেখেছিল : কেএল রাহুল, আর্শদীপ সিং, ক্রিস গেইল, দর্শন নালকান্দে, হরপ্রীত ব্রার, মনদীপ সিং, ময়াঙ্ক আগরওয়াল, মহম্মদ শামি, এম অশ্বিন, নিরোলাস পুরান, সরফরাজ় খান, দীপক হুডা, ইশান পোড়েল, রবি বিষ্ণোই, ক্রিস জর্ডন, প্রভসিমরন সিং

আজকের নিলাম অনুষ্ঠানে যে ক্রিকেটারদের কেনা হল : ঝাই রিচার্ডসন (১৪ কোটি), শাহরুখ খান (৫.২৫ কোটি), ডেভিড মালান (১.৫ কোটি), রিলে মেরেডিথ (৮ কোটি), মোজেস হেনরিকস (৪.২০ কোটি), জালাজ সাক্সেনা (৩০ লাখ), উৎকর্ষ সিং (২০ লাখ), ফ্যাবিয়ান অ্যালেন (৭৫ লাখ), সৌরভ কুমার (২০ লাখ)

  • 10/10

কলকাতা নাইট রাইডার্স


যে ক্রিকেটারদের ধরে রেখেছিল : ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, কমলেশ নাগরাকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমান গিল, সুনীল নারিন, প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী, টিম সেইফার

আজকের নিলাম অনুষ্ঠানে যে ক্রিকেটারদের কেনা হল : সাকিব আল হাসান (৩.২০ কোটি), শেলডন জ্যাকসন (২০ লাখ), বৈভব আরোরা (২০ লাখ), করুণ নায়ার (৫০ লাখ), হরভজন সিং (২ কোটি), বেন কাটিং (৭৫ লাখ), ভেঙ্কটেশ আইয়ার (২০ লাখ) পবন নেগি (৫০ লাখ)

Advertisement
Advertisement