ভারতের সবথেকে বেশি আলোচিত টি-২০ লিগ IPL-এর ডঙ্কা বেজে গেছে। গত বৃহস্পতিবার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ়ি নিজেদের সংসার গুছিয়ে নিয়েছেন। এই নিলাম অনুষ্ঠানে মোট ৫৭ জন ক্রিকেটারকে (ভারতীয় এবং বিদেশি মিলিয়ে) কেনা হয়েছে। এরইমাঝে সানরাইজ়ার্স হায়দরাবাদ মাত্র তিনজন ক্রিকেটার কিনেছে। হায়দরাবাদের টেবিলে সেকারণেই খুব একটা বেশি উত্তেজনা দেখতে পাওয়া যায়নি। কিন্তু, তা সত্ত্বেও সকলের নজর হায়দরাবাদের টেবিলের উপরেই ছিল। কারণ ওখানে বসেছিলেন এক সুন্দরী মহিলা। আসুন জেনে নেওয়া যাক এই মহিলার পরিচয়, যাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা হচ্ছে।
সানরাইজ়ার্স হায়দরাবাদের টেবিলে বসে থাকা ওই মহিলার নাম হল কাব্যা মারান। বয়স মাত্র ২৯ বছর। কাব্যা দেশের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। তিনি সান টিভি নেটওয়ার্কের মালিক তথা প্রতিষ্ঠাতা কলানিধি মারানের একমাত্র মেয়ে।
তবেএই প্রথমবার নয়, এর আগেও আইপিএল নিলামে কাব্যাকে দেখতে পাওয়া গেছিল। গত মরশুমে তিনি হায়দরাবাদের হয়ে ক্রিকেটারদের জন্য দর হেঁকেছিলেন। পাশাপাশি সানরাইজ়ার্স হায়দরাবাদের ম্যাচ চলার সময়ও তিনি স্টেডিয়ামে গিয়ে দলকে উৎসাহিত করেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সান টেলিভিশন নেটওয়ার্কের মালিক হলেন কলানিধি। আপাতত কাব্যাই বাবার ব্যবসা সামলাচ্ছেন। কাব্যা সেইসব ক্রিকেট সমর্থকদের মধ্যে একজন যাঁকে স্টেডিয়ামে সবসময় দেখা যায়। ক্রিকেট নিয়ে তিনি সবসময়ই উৎসাহিত থাকেন।
এবছর সানরাইজ়ার্স হায়দরাবাদ মাত্র তিনজন ক্রিকেটারকে কিনেছে। এই তালিকায় রয়েছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার কেদার যাদব (২ কোটি), আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান (১.৫ কোটি) এবং কর্নাটকের অলরাউন্ডার জগদীশ সূচিত (৩০ লাখ)।
শুনে নিন হায়দরাবাদে আসার পর কী বললেন জগদীশ