Advertisement

খেলা

একদিনের ক্রিকেটে বিরল প্রতিভা বিরাট, স্পষ্ট মন্তব্য সানির

Aajtak Bangla
  • 02 Dec 2020,
  • Updated 10:39 PM IST
  • 1/6

ইন্ডিয়া টুডে'কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সুনীল গাভাসকার জানালেন, যত দিন এগিয়েছে একদিনের ক্রিকেটে বিরাট কোহলি নিজের প্রতিভাকে আরও শানিত করে তুলেছেন। নিজেকে ফিট রাখার জন্য ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে অনেককিছু ত্যাগ করতে হয়েছে। 

  • 2/6

আজ একদিনের ক্রিকেটে ১২,০০০ রানের চৌকাঠ স্পর্শ করলেন বিরাট কোহলি। তারপরই সুনীল গাভাসকার এমন মন্তব্য করলেন। 

  • 3/6

"ক্রিকেটের তিনটে ফরম্যাটেই নিজের প্রতিভার আলো ছড়িয়েছেন বিরাট। ও এককথায় অসাধারণ। ২০০৮ এবং ২০০৯ সালে বিরাট কোহলি যখন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ক্রিকেট খেলতেন, তখন থেকেই নিজের মধ্যে এই পরিবর্তন নিয়ে এসেছেন", মন্তব্য গাভাসকারের।

  • 4/6

আজ একদিনের ক্রিকেটে ১২,০০০ রান পূরণ করলেন বিরাট কোহলি। ২৫১টি ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। তাঁর এই লম্বা যাত্রাপথে ৪৩টি শতরান এবং ৬০টি হাফসেঞ্চুরি রয়েছে। এই ২৫১টি ম্যাচের মধ্যে আবার ১০৩বার পঞ্চাশের উপর রান করেই বিরাট আউট হয়েছেন।

  • 5/6

গাভাসকারের কথায়, "আগামী ৫-৬ মাসের মধ্যেই আমরা বিরাটের আরও হাজার রান দেখতে পাব। এটা একটা আলাদা অনুভূতি। আমার মনে হয় না বিরাট ছাড়া আর কেউ এমন কৃতিত্ব অর্জন করতে পেরেছেন।"

  • 6/6

আজও একটি হাফসেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তিনি ৭৮ বলে ৬৩ রান করে আউট হন। তাঁর এই ইনিংসটি পাঁচটি বাউন্ডারি দিয়ে সাজানো। স্ট্রাইক রেট প্রায় ৮১-র কাছাকাছি।

Advertisement
Advertisement