Advertisement

খেলা

বুঝুন কাণ্ড! না চাইলেও ধোনির এই রেকর্ড স্পর্শ করতে হল বিরাট কোহলিকে

Aajtak Bangla
  • 05 Mar 2021,
  • Updated 12:26 PM IST
  • 1/6

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ৮ বল খেলে প্যাভিলিয়নে ফিরতে হল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। তবে রানের খাতা তিনি খুলতে পারেননি। সেইসঙ্গে বেশ কয়েকটা অবাঞ্ছিত রেকর্ড বিরাটের ঝুলিতে এসে জমা হল। আসুন, সেই রেকর্ডগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

  • 2/6

আজ চেতেশ্বর পূজারা আউট হওয়ার ঠিক পরপরই ফিরে গেলেন বিরাট কোহলি। স্টোকসের অসাধারণ একটা শর্ট ডেলিভারিতে কার্যত চমকে যান বিরাট। ৩২ বছর বয়সি এই ক্রিকেটার বলটাকে খেলতে গিয়েছিলেন। কিন্তু, বল ব্যাটের কানা লেগে সোজা উইকেটরক্ষক বেন ফোকসের দস্তানায় জমা পড়ে।

  • 3/6

এই নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে আটবার শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। না চাইলেও বিরাট তাঁর পূর্বসূরী মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্শ করে ফেললেন। ভারতীয় ক্রিকেট দলে এই দুই অধিনায়কের ঝুলিতেই সবথেকে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে।

  • 4/6

এই নিয়ে দ্বিতীয়বার বিরাট কোহলি কোনও একটি টেস্ট সিরিজ়ে দু'বার শূন্য রানে আউট হলেন। শেষবার এই ইংল্যান্ডের বিরুদ্ধেই একই টেস্ট সিরিজ়ে দু'বার শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট। ২০১৪ সালে লিয়াম প্লাঙ্কেট এবং জেমস অ্যান্ডারসন তাঁকে শূন্য রানে ফেরত পাঠিয়েছিলেন। এবার তাঁকে আউট করলেন মইন আলি এবং বেন স্টোকস।

  • 5/6

পাশাপাশি, বেন স্টোকসের বলে পাঁচবার আউট হলেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে বিরাটের থেকে বেশিবার স্টোকস আর অন্য কোনও ব্যাটসম্যানকে আউট করতে পারেননি। ইতিপূর্বে ইংল্যান্ডের এই দুর্ধর্ষ অলরাউন্ডার মাইকেল ক্লার্ক এবং ডিন এলগারকে ৪ বার করে আউট করেছেন। এছাড়া চেতেশ্বর পূজারাকেও স্টোকস ৪ বার করে আউট করেছেন।

  • 6/6

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিন বেন স্টোকস এবং বিরাট কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। ইতিপূর্বে সবথেকে বেশি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়ার নিরিখে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্শ করেছিলেন বিরাট কোহলি। সেইসময় কোহলি জানিয়েছিলেন, দেশের হয়ে ৬০টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিতে পেরে তিনি খুবই আনন্দিত।

Advertisement
Advertisement