Advertisement

খেলা

আগামীকাল ফের বক্সিং রিংয়ে নামছেন বিজেন্দর, প্রতিপক্ষ কে জানেন?

Aajtak Bangla
  • 18 Mar 2021,
  • Updated 5:42 PM IST
  • 1/9

ভারতের পেশাদার তারকা বক্সার বিজেন্দর সিং কোভিড-১৯'এর কারণে বিগত এক বছর ধরে বক্সিং রিংয়ের বাইরে ছিলেন। আগামীকাল আরও একবার তাঁকে বক্সিং রিংয়ে দেখতে পাওয়া যাবে। তিনি রুশ বক্সার লোপসনের বিরুদ্ধে লড়াই করবেন।

  • 2/9

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গোয়ার পানাজিতে ম্যাজেস্টিক প্রাইড ক্যাসিনো জাহাজের ছাদে (রুফটপ ডেক) বিজেন্দর এবং লোপসন একে অপরের মুখোমুখি হতে চলেছে। তাঁরা দুজনে সুপার মিডল-ওয়েট (৭৬ কিলোগ্রাম ওজন বিভাগ) ক্যাটাগরিতে লড়াই করবেন। গত শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে লোপসনের নাম ঘোষণা করা হয়েছিল।

  • 3/9

জানা গেছে, বিজেন্দর আপাতত কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ় পদকপ্রাপ্ত অ্যামেচার বক্সার জয় ভগবানের সঙ্গে অনুশীলন করছেন।

  • 4/9

তিনি বললেন, "এই বছরটা একেবারেই সহজ ছিল না। শরীরের ছন্দ ফিরিয়ে আনতে বেশ খানিকটা সময় লেগেছে। কিন্তু, গত ২ মাস আমার বেশ ভালো কেটেছে। গুরুগ্রামে অনুশীলন করার সময় জয় ভগবান আমাকে অনেকটাই সাহায্য করেছে।"

  • 5/9

সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, "ইতিমধ্যে আবার লি বিয়ার্ড (ওনার ব্রিটিশ কোচ) অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। তিনিও সাহায্য করেছেন।"

  • 6/9

ইতিমধ্যে রাশিয়ার বক্সার লোপসন ৬ বার পেশাদার বক্সিংয়ে অংশগ্রহণ করেছেন। এরমধ্যে দু'বার নকআউট সহ তিনি চারবার জয়লাভ করেছেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে লোপসন ইউসুফ মাগোমেদভেকোভকে পরাস্ত করেছেন।

  • 7/9

অন্যদিকে বিজেন্দর ১২বার পেশাদার বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আর প্রত্যেকটাতেই তিনি জিতেছেন। এরমধ্যে আটটি প্রতিযোগিতায় তিনি নক আউটের বিচারে জয়লাভ করেন।

  • 8/9

২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ় পদক জয় করেছিলেন বিজেন্দর সিং। শেষবার তিনি দুবাইয়ে কমনওয়েলথ গেমসের প্রাক্তন চ্যাম্পিয়ন চার্লস এডামুকে ২০১৯ সালের নভেম্বর মাসে পরাস্ত করেছিলেন।

  • 9/9

বিজেন্দর বললেন, "গোটা দেশের কড়া করোনা বিধির কারণে লি এখানে এসে পৌঁছতে পারেননি। কিন্তু, তিনি অনলাইন মাধ্যমে যথেষ্ট সাহায্য করেছেন। তবে আপাতত আমি জয়কে কোচ বলতেই পারি।"

Advertisement
Advertisement