ভারতের পেশাদার তারকা বক্সার বিজেন্দর সিং কোভিড-১৯'এর কারণে বিগত এক বছর ধরে বক্সিং রিংয়ের বাইরে ছিলেন। আগামীকাল আরও একবার তাঁকে বক্সিং রিংয়ে দেখতে পাওয়া যাবে। তিনি রুশ বক্সার লোপসনের বিরুদ্ধে লড়াই করবেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গোয়ার পানাজিতে ম্যাজেস্টিক প্রাইড ক্যাসিনো জাহাজের ছাদে (রুফটপ ডেক) বিজেন্দর এবং লোপসন একে অপরের মুখোমুখি হতে চলেছে। তাঁরা দুজনে সুপার মিডল-ওয়েট (৭৬ কিলোগ্রাম ওজন বিভাগ) ক্যাটাগরিতে লড়াই করবেন। গত শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে লোপসনের নাম ঘোষণা করা হয়েছিল।
জানা গেছে, বিজেন্দর আপাতত কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ় পদকপ্রাপ্ত অ্যামেচার বক্সার জয় ভগবানের সঙ্গে অনুশীলন করছেন।
তিনি বললেন, "এই বছরটা একেবারেই সহজ ছিল না। শরীরের ছন্দ ফিরিয়ে আনতে বেশ খানিকটা সময় লেগেছে। কিন্তু, গত ২ মাস আমার বেশ ভালো কেটেছে। গুরুগ্রামে অনুশীলন করার সময় জয় ভগবান আমাকে অনেকটাই সাহায্য করেছে।"
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, "ইতিমধ্যে আবার লি বিয়ার্ড (ওনার ব্রিটিশ কোচ) অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। তিনিও সাহায্য করেছেন।"
ইতিমধ্যে রাশিয়ার বক্সার লোপসন ৬ বার পেশাদার বক্সিংয়ে অংশগ্রহণ করেছেন। এরমধ্যে দু'বার নকআউট সহ তিনি চারবার জয়লাভ করেছেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে লোপসন ইউসুফ মাগোমেদভেকোভকে পরাস্ত করেছেন।
অন্যদিকে বিজেন্দর ১২বার পেশাদার বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আর প্রত্যেকটাতেই তিনি জিতেছেন। এরমধ্যে আটটি প্রতিযোগিতায় তিনি নক আউটের বিচারে জয়লাভ করেন।
২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ় পদক জয় করেছিলেন বিজেন্দর সিং। শেষবার তিনি দুবাইয়ে কমনওয়েলথ গেমসের প্রাক্তন চ্যাম্পিয়ন চার্লস এডামুকে ২০১৯ সালের নভেম্বর মাসে পরাস্ত করেছিলেন।
বিজেন্দর বললেন, "গোটা দেশের কড়া করোনা বিধির কারণে লি এখানে এসে পৌঁছতে পারেননি। কিন্তু, তিনি অনলাইন মাধ্যমে যথেষ্ট সাহায্য করেছেন। তবে আপাতত আমি জয়কে কোচ বলতেই পারি।"