ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিলেন যে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন কেএল রাহুল। আগামীকাল থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ় খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।
আপাতত ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি টেস্ট সিরিজ়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি সবথেকে বেশি রান করেন। রোহিত চার ম্যাচে ৩৪৫ রান করেছেন, ব্যাটিং গড় ৫৭.৫০।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচের পর রাহুলকে আর ক্রিকেট খেলতে দেখা যায়নি। গতবছর ডিসেম্বর মাসে সিডনিতে শেষবার ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের বেঞ্চে আরও একজন ওপেনিং ব্যাটসম্যান রয়েছেন, তিনি হলেন শিখর ধাওয়ান। আগামীকাল থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চি-২০ সিরিজ় খেলতে নামবে ভারত।
আজ একটি সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি বললেন, "যদি রোহিত (শর্মা) খেলে, তাহলে অঙ্কা সহজ। কেএল (রাহুল) এবং রোহিত ভারতীয় ক্রিকেট দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে গেছে। যদি ওদের দুজনের মধ্যে কেউ একজন বিশ্রাম নেয়, তাহলে দলের তৃতীয় ওপেনার হিসেবে রয়েছেন শিখর ধাওয়ান। রোহিত আর রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু করবে।"
কোহলি আরও জানালেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত একেবারে ভয়ডরহীন ক্রিকেট খেলতেই মাঠে নামবে। গোটা সিরিজ়েই এই মানসিকতা বজায় থাকবে।
বিরাট বললেন, "আমরা একেবারে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। এখন দলে অনেক মারকুটে ব্যাটসম্যান রয়েছেন। আর সেটাই আমরা কাজে করে দেখাতে চাই। এবার আপনারা দেখবেন ভারতীয় ক্রিকেটাররা আরও কতটা হাত খুলে খেলতে পারে। এই সিরিজ়ের শুরু থেকেই আমাদের এই মানসিকতা বজায় থাকবে।"
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা ভালো, কোহলির ধারণা এবছর ভারতে আয়োজিত টি-২০ বিশ্বকাপ ইংল্যান্ড জিততে পারে।
তিনি বললেন, "না, আমার মনে হয় যে এবার ইংল্যান্ডই ফেভারিট। ওরা আইসিসি-র টি-২০ ক্রমতালিকায় শীর্ষে রয়েছে। তবে প্রত্যেকটা দলই যথেষ্ট শক্তিশালী।"
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টি-২০ ম্যাচই আমেদাবাদে খেলা হবে। তবে আগামী ২৩ তারিখ থেকে আয়োজিত তিনটে একদিনের ম্যাচের সিরিজ় পুনেতে আয়োজন করা হবে।