Advertisement

খেলা

আবির্ভাবেই বাজিমাত! কেরালা ব্লাস্টার্সকে কীভাবে হারাল ATK মোহনবাগান, দেখুন ছবিতে

Aajtak Bangla
  • 21 Nov 2020,
  • Updated 12:05 AM IST
  • 1/8

আজকের ম্যাচে খাতায়-কলমে কিছুটা হলেও এগিয়ে ছিল ATK মোহনবাগান। কারণ প্রাক মরশুম অনুশীলন। গোটা দল হাতে পেয়ে কোচ আন্তোনিও লোপেজ় হাবাস অনুশীলন করানোর যে সুযোগ পেয়েছিলেন, কিবু ভিকুনা সেটা পাননি। তিনি গোটা দলকে অনেক পরে হাতে পেয়েছিলেন। তাঁর দলে এমনও অনেক বিদেশি রয়েছে, যাঁদের কোয়ারান্টাইন পর্ব মাত্র সপ্তাহখানেক আগে শেষ হয়েছে। ফলে এর প্রভাবটা যে খেলার মধ্যে পড়বে, সেটাই খুব স্বাভাবিক ছিল। আর হলও তাই।

(ছবি সৌজন্য - ISL MEDIA TEAM)

  • 2/8

ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোলের দরজা খুলতে পারেনি। তবে বেশ কয়েকটা জব্বর আক্রমণ শানিয়েছিল ATK মোহনবাগান। ম্যাচের ৪ মিনিটে রয় কৃষ্ণার কাছে সুযোগ এলেও সেটা তিনি কাজে লাগাতে পারলেন না। গোল পোস্টের অনেক দূর থেকে বেরিয়ে গেল বল। ১৪ মিনিটে চোট পান মাইকেল সুসাইরাজ। তাঁর বদলে মাঠে নামেন শুভাশিস বোস।

(ছবি সৌজন্য - ISL MEDIA TEAM)

  • 3/8

১৮ মিনিটে রয় কৃষ্ণা আরও একবার গোলের সুযোগ খুঁজলেও, কোস্টার কাছে তা ধাক্কা খেয়ে ফিরে আসে। ৩৪ মিনিটে আবারও রয় কৃষ্ণা বক্সের বাইরে থেকে চেষ্টা করেন, কিন্তু গোলের দরজা খুলতে পারেননি। ফলে একটা ব্যাপার খুব পরিষ্কার যে আগামীদিনে এই কৃষ্ণার থেকে আমরা আরও বেশি করে শানিত আক্রমণের প্রত্যাশা করতে পারি।

(ছবি সৌজন্য - ISL MEDIA TEAM)

  • 4/8

 এদিকে আবার ৩৮ মিনিটে সাহালকে বাজেভাবে ট্যাকল করার জন্য হলুদ কার্ড দেখলেন প্রণয় হালদার। এছাড়া প্রথমার্ধে আর সেইভাবে নজর কাড়ার মতো কিছু ঘটেনি।

(ছবি সৌজন্য - ISL MEDIA TEAM)

  • 5/8

শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। খেলা শুরুর আগেই আপনাদের একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে রাখি। আজ ম্যাচের প্রথমার্ধে ATK মোহনবাগান একেপর এক আক্রমণ শানালেও কেরালা ব্লাস্টার্সের দখলে ৬২ শতাংশ বল ছিল। কয়েকটা সুযোগ এলেও সেগুলো তারা সেইভাবে কাজে লাগাতে পারেনি। ফলে ছোটো ছোটো পাসিংয়ের যে থিওরিতে কিবু বিশ্বাস করেন, আজও সেই নমুনা দেখতে পাওয়া গেল।

(ছবি সৌজন্য - ISL MEDIA TEAM)

  • 6/8

কিন্তু তাঁরা গোলের দরজা খুলতে পারেননি। গোলের দরজা খুললেন ATK মোহনবাগান দলের ফিজ়ি স্ট্রাইকার রয় কৃষ্ণা। ৬৭ মিনিটে মরশুমের প্রথম গোলটি করলেন তিনি। ১-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান।

(ছবি সৌজন্য - ISL MEDIA TEAM)

  • 7/8

মনবীরের ক্লিপ করা বল বক্সের মধ্যে পেয়ে যান কৃষ্ণা। তিনি দৌড়ে এসে সোজা বলটিকে গোলের মধ্যে ঢুকিয়ে দেন। কার্যত কৃষ্ণার গোলেই অবশেষে শাপমোচন হল ATK মোহনবাগানের। 

(ছবি সৌজন্য - ISL MEDIA TEAM)

  • 8/8

বাকি সময়টুকু মাঠের এদিক থেকে ওদিকে বল আদানপ্রদান হলেও, কোনও দলই আর গোলের দরজা খুলতে পারেনি। কেরালা ব্লাস্টার্সকে পরাস্ত করে তিন পয়েন্ট সংগ্রহ করল ATK মোহনবাগান। দলের এই জয়ে প্রচন্ড খুশি কোচ আন্তোনিও লোপেজ় হাবাস। পরের ম্যাচে ATK মোহনবাগানকে খেলতে হবে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আগামী ২৭ নভেম্বর কলকাতা ডার্বি। এই ম্যাচেও মোহনবাগান জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি না, এখন সেটাই দেখার।

(ছবি সৌজন্য - ISL MEDIA TEAM)

Advertisement
Advertisement