আরও একবার সংবাদপত্রের শিরোনামে উঠে এলেন ওয়েস্ট ইন্ডিজ়ের হেভিওয়েট ক্রিকেটার কর্নওয়াল। আক্ষরিক অর্থেই তিনি হেভিওয়েট! শরীরের ওজন ১৪০ কেজি। এবার তাঁর স্পিনের ম্যাজিকে কার্যত কুপোকাত হয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটা ঢাকায় খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ়। এই ম্যাচের দুটো ইনিংস মিলিয়ে কর্নওয়াল মোট ৯ উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসে তিনি ৭৪ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন এবং দ্বিতীয় ইনিংসে এই ডানহাতি অফব্রেক বোলার ১০৫ রানের বিনিময়ে চার উইকেট শিকার করেন।
কর্নওয়ালের এই অসাধারণ বোলিংয়ের দৌলতে ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশকে ১৭ রানে পরাস্ত করে। এবং এই টেস্ট সিরিজ় তারা ২-০ ব্যবধানে জিতে নেয়। প্রথম টেস্ট ম্যাচে ক্যারিবিয়ান ব্রিগেড বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় হাসিল করেছিল। এই ম্যাচেও যথেষ্ট ভালো বোলিং করেছিলেন কর্নওয়াল। দুটো ইনিংস মিলিয়ে তিনি মোট পাঁচ উইকেট শিকার করেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতাবিশিষ্ট কর্নওয়াল এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবথেকে বেশি ওজনদার ক্রিকেটার। অ্যান্টিগায় জন্মগ্রহণ করেন তিনি। এই অলরাউন্ডার স্পিন বল করার পাশাপাশি ব্যাটিংটাও যথেষ্ট ভালো করেন। তিনি ডান হাতে অফ ব্রেক বল করেন।
ওয়েস্ট ইন্ডিজ়ের ২৪ বছর বয়সি এই অলরাউন্ডারের ওজন এবং উচ্চতা দেখার দলের বাকি সতীর্থরা তাঁকে মাউন্টেন ম্যান বলেন। এখনও পর্যন্ত তিনি জাতীয় ক্রিকেট দলের হয়ে পাঁচটি ক্রিকেট ম্যাচ খেলেছেন এবং ২৭টি উইকেট শিকার করেছেন।
(প্রত্যেকটা ছবিই টুইটার থেকে সংগৃহীত - @windiescricket)