Advertisement

খেলা

অধরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ভারতের বিরুদ্ধে এই দুই ওভারের খেসারত দিতে হল অজ়িদের!

Aajtak Bangla
  • 09 Mar 2021,
  • Updated 6:04 PM IST
  • 1/5

ইংল্যান্ডকে টেস্ট সিরিজ়ে ৩-১ ব্যবধানে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত জায়গা করে নিয়েছে। আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল নিউজ়িল্যান্ড। তবে দ্বিতীয় স্থানের জন্য দাবিদার ছিল ভারত, ইংল্য়ান্ড এবং অস্ট্রেলিয়া। যদি অস্ট্রেলিয়াকে শ্লথ গতির ওভার করার জন্য জরিমানা না করা হত, তাহলে হয়ত আজ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকেই খেলতে দেখা যেত।

  • 2/5

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার আজ বললেন, "মেলবোর্ন টেস্টে ভারতের বিরুদ্ধে শ্লথ গতির ওভার করা হয়েছে। আটা আসলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। আর সেই কারণেই অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করতে পারেনি। চার ম্যাচের এই টেস্ট সিরিজ়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচের শেষে মাত্র দু ওভার কম বল করেছিল। আর সেই কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অজ়ি ব্রিগেডের পয়েন্ট অনেকটা কমে যায়।"

  • 3/5

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, WTC পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার থেকে নিউজ়িল্যান্ড মাত্র ০.৩ শতাংশ এগিয়ে ছিল। পাশাপাশি কোভিড মহামারীর কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে তারা অনেকটাই পিছিয়ে পড়েছিল।

  • 4/5

এসইএন রেডিও নেটওয়ার্কে ল্যাঙ্গার বললেন, "তখন আমাদের সঙ্গে ছিলেন না দলের ম্যানেজার গেভিন ডোবে। উনি তখন নিজের পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করতে ব্যস্ত ছিলেন। ম্যাচ শেষ হওয়ার পর আমরা বুঝতে পারি যে আমাদের ঘণ্টাপ্রতি ওভারের গতি কিছুটা শ্লথ ছিল। এটা আমাদেরই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।"

  • 5/5

ল্যাঙ্গার আরও বললেন, "আমার মনে আছে, এরপর আমরা সকলে টিম রুমে জড়ো হয়েছিলাম। সেখানে আমি পেনি (অধিনায়ক টিম পেইন) এবং বিশ্লেষক ড্যানি হিলসকে এই ব্যাপারটা জানিয়েছিলাম। আমি এই ব্যাপারটায় রেগে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে আমরা ছিটকে যেতে পারি। সেকারণে সিডনি এবং ব্রিসবেনে আমরা আরও ভালো খেলতে চেয়েছিলাম। কিন্তু, সেটা সম্ভব হয়নি।"

Advertisement
Advertisement