Advertisement

Team India Squad For World Cup 2023: সুযোগ হল না সঞ্জুর, বিশ্বকাপ-দলে সূর্যকুমার, কেন?

সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হলেও ভারতের বিশ্বকাপ দলে সুযোগ হল না সঞ্জু স্যামসনের। এশিয়া কাপের দল ঘোষণার সময় অজিত আগারকার জানিয়েছিলেন, বিশ্বকাপের দলে খুব বেশি বদল হবে না। এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াড ছিল। বিশ্বকাপে ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। সেখান থেকেই বাদ পড়লেন সঞ্জু। 

সূর্যকুমার ও সঞ্জু স্যামসন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2023,
  • अपडेटेड 4:23 PM IST


সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হলেও ভারতের বিশ্বকাপ দলে সুযোগ হল না সঞ্জু স্যামসনের। এশিয়া কাপের দল ঘোষণার সময় অজিত আগারকার জানিয়েছিলেন, বিশ্বকাপের দলে খুব বেশি বদল হবে না। এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াড ছিল। বিশ্বকাপে ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। সেখান থেকেই বাদ পড়লেন সঞ্জু। 

ওয়ানডে বিশ্বকাপেই উইকেটকিপার সঞ্জু স্যামসনের স্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এশিয়া কাপ ২০২৩-এর জন্য সঞ্জুকে ট্রাভেলিং রিজার্ভ করা হয়েছিল। আসলে, চোটের কারণে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি রাহুল। আর সেই কারণে সঞ্জুকে রাখা হয়েছিল ইশান কিশানের ব্যাকআপ হিসেবে।সঞ্জু স্যামসন ওডিআই ক্রিকেটে ১৩টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি গড়ে ৫৫.৭১ রান করেছেন। মোট ৩৯০ রান। মোট ৩টি হাফ সেঞ্চুরি করেন। অন্যদিকে টি২০ ক্রিকেটে দারুণ ছন্দে থাকলেও, একদিনের ক্রিকেটে একেবারেই ছন্দে নেই সূর্যকুমার। ২৬ ম্যাচে তাঁর রান ৫১১। গড় ২৪.৩৩।   


পরিসংখ্যানের দিক থেকে পিছিয়ে থাকলেও সূর্যকুমার মাঝের ওভারে দারুণ মারতে পারেন। টি২০ ক্রিকেটেও তিনি পরের দিকে নামেন। ফলে বল নরম হয়ে যাওয়ার পর ফিল্ডিং ছড়িয়ে যাওয়ার পরেও অদ্ভুত কিছু শট খেলে রান তুলে আনেন তিনি। শেষদিকে রানের গতি বাড়াতে সূর্যকে কাজে লাগাতে চাইছে ভারতীয় দল। 


এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি সূর্যকুমার। দলে থাকলেও সুযোগ পাননি সঞ্জুও। কেএল রাহুলের অনুপস্থিতিতে উইকেট কিপিং করেছেন ইশান কিশান। ইশানও সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। পাকিস্তানের বিরুদ্ধে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেন। একদিনের ক্রিকেটে ইতিমধ্যেই ৭টা হাফ সেঞ্চুরি, ১টা ডাবল সেঞ্চুরি ও একটা সেঞ্চুরি করে ফেলেছেন বাঁহাতি ব্যাটার। 

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিশান, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
 

Advertisement

ODI WC-তে ভারতীয় দলের ম্যাচের সম্পূর্ণ সময়সূচি:
৮ অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়া, চেন্নাই
১১ অক্টোবর ভারত বনাম আফগানিস্তান, দিল্লি
১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান, আহমেদাবাদ
১৯ অক্টোবর ভারত বনাম বাংলাদেশ, পুনে
২২ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড, ধর্মশালা
২৯ অক্টোবর ভারত বনাম ইংল্যান্ড, লখনউ
২ নভেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা, মুম্বই
৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, কলকাতা
১২ নভেম্বর ভারত বনাম নেদারল্যান্ডস, বেঙ্গালুরু    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement