সম্প্রতি, অস্ট্রেলিয়ান সীমিত ওভারের দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সুখবর এসেছে। তাকে কলকাতা নাইট রাইডার্স (KKR) কিনেছে। আইপিএল ২০২২-এর মেগা নিলামে ফিঞ্চকে কেউ কেনেনি। তিনি অবিক্রিত ছিলেন।
কলকাতা দলে যোগ দেওয়ার পাশাপাশি আইপিএলে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৯টি খেলা প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। তবে এখনো এমন তিনটি দল আছে যাদের থেকে ফিঞ্চ এখনো খেলেননি।
এ পর্যন্ত এই ৮ দলের সঙ্গে খেলেছেন ফিঞ্চ
ফিঞ্চকে তার নবম দল কলকাতার হয়ে খেলতে দেখা যাবে। এর আগে তিনি এই আট দলের সঙ্গে খেলেছেন। এই দলগুলো হল দিল্লি ডেয়ারডেভিলস, গুজরাট লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে Punjab Kings), মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians), পুনে ওয়ারিয়র্স, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)।
এই তিন দলের সঙ্গে এখনও খেলেননি ফিঞ্চ
যদিও অ্যারন ফিঞ্চ এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), গুজরাট টাইটানস (Gujarat Titans) এবং লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে খেলেননি। গুজরাট এবং লখনউ ২০২২ মরসুমে প্রথমবারের মতো টুর্নামেন্টে প্রবেশ করবে। যেখানে চেন্নাই প্রথম মরসুম থেকেই আইপিএল-এ রয়েছে এবং চারবার শিরোপা জিতেছে।
আইপিএলে ফিঞ্চ খেলেছেন ৮৭টি ম্যাচ
২০২২ মরশুমে ফিঞ্চের বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। মেগা নিলামেও কোনো ক্রেতা পাননি তিনি। ফিঞ্চ বর্তমান আইপিএল মরসুমে কেকেআর স্কোয়াডে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের জায়গায় কলকাতার দলে আসতে চলেছেন, যিনি বায়ো-বাবলের ক্লান্তির কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আইপিএলে এখনও পর্যন্ত ৮৭টি ম্যাচ খেলেছেন ফিঞ্চ। এই সময়ে, তিনি ২৫.৭০ গড়ে ২০০০ এর বেশি রান করেন, যার মধ্যে ১৪ টি হাফসেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন: রেকর্ড গড়লেন ঝুলন, বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট প্রাপক চাকদহ এক্সপ্রেস
২৬ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। ফাইনাল খেলা হবে ২৯ মে। মরসুমের উদ্বোধনী ম্যাচ হবে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর এবং চারবারের বিজয়ী চেন্নাই দলের মধ্যে। KKR-এর নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার, আর CSK-এর নেতৃত্ব দিচ্ছেন এমএস ধোনি। এই ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।