Advertisement

Virat Kohli: বিরাট আবার বাবা হচ্ছেন? 'মারাত্মক ভুল,' বলছেন ডিভিলিয়ার্স

বিরাট কোহলির দলে না থাকা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেছিলেন 'বিরাট ও অনুষ্কা' নাকি নিজেদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। কিন্তু তিনি স্বীকার করেছেন তিনি 'ভয়ানক' ভুল করে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার।

বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2024,
  • अपडेटेड 12:41 PM IST
  • বিরাট কি সত্যি ফের বাবা হচ্ছেন?
  • নিজের মন্তব্য থেকে পিছু হটলেন ডিভিলিয়ার্স

বিরাট কোহলির দলে না থাকা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেছিলেন 'বিরাট ও অনুষ্কা' নাকি নিজেদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। কিন্তু তিনি স্বীকার করেছেন তিনি 'ভয়ানক' ভুল করে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। 
 
কোহলির দল থেকে বিরতি নেওয়ার কারণ হিসাবে এবি ডি ভিলিয়ার্স বলেছিলেন যে কোহলি ও অনুষ্কা তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। তাই কোহলি দল থেকে সরে দাঁড়িয়েছে। কিন্ত নিজের ইউটিউব চ্যানেলে তাঁর দেওয়া তথ্য ভুল বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন এই মুহূর্তে কী হচ্ছে কেউ জানে না। শনিবার নিজের ইউটিউব চ্যানেলে বার্তা দিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি জানিয়েছেন, 'আমি জানি কোহলি ভালো আছে, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। তাই প্রথম দুই টেস্ট সে মিস করেছে। আমি আর কিছুণ বলব না। কোহলি ভালো আছে ভালো করছে।' তিনি আরও জানান, 'আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছে? সে বলেছিল ভালো আছি, এখন আমার পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার।'

'তাঁর দ্বিতীয় সন্তান আসতে চলেছে। এই সময় পরিবারের সঙ্গে থাকা দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ মানুষই পরিবারকে প্রাধান্য দেন। কিন্তু আপনি এর জন্য বিরাটের দিকে আঙুল তুলতে পারেন না। আমরা তাঁকে অবশ্যই মিস করছি, সে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে'। জানান ডি ভিলিয়ার্স। 

কিন্তু এরপরই তিনি সংবাদমাধ্যমকে বলেন, তিনি এই ব্যাপারে ভুল তথ্য দিয়েছেন। এটি বলে তিনি 'ভয়ানক' ভুল করেছেন। কোহলি কেন দল থেকে ছুটি নিয়েছেন তা তিনি জানেন না। তবে আশা করছেন কোহলি দ্রুত দলে ফিরে আসবে।

'আমি শুধু তার ভালো চায়, আমি মনে করি পুরো বিশ্ব যারা বিরাটকে অনুসরণ করে এবং যে তার ক্রিকেট উপভোগ করে, তাদের অবশ্যই তাকে শুভ কামনা জানানো উচিত। বিরতির কারণ যাই হোক না কেন। আশা করি সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।' যোগ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডি ভিলিয়ার্স। উল্লেখ্য, বিসিসিআইয়ের তরফে কোহলির ছুটির কারণ সম্পর্কে মিডিয়াকে জলঘোলা না করতে বলা হয়েছিল। কারণ রোহিত ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement