প্রতিপক্ষ হিসেবে একেবারেই কঠিন নয় ঢাকা আবাহনী। তবুও জুয়ান ফেরান্দোকে চিন্তায় রাখছে তাদের সম্প্রতিক ফর্ম। মোহনবাগান সুপার জায়েন্ট এএফসি কাপের প্রথম ম্যাচে জিতলেও, ঢাকার ক্লাবের বিরুদ্ধে কঠিন লড়াই হবে বলে মনে করা হচ্ছে। তারা মালয়েশিয়ার ঈগল এফসিকে হারিয়ে এসেছে।
কেন লড়াই কঠিন হতে পারে?
ঢাকা আবাহনী মোহনবাগানের মতোই এএফসি কাপকে আলাদা গুরুত্ব দিচ্ছে। এছাড়া বাংলাদেশের লিগে রানার্স হলেও ঢাকার দলটি এএফসি কাপের সাউথ জোনের গ্রুপে কোয়ালিফাই করার আগে মালদ্বীপের ঈগলস এফসিকে কার্যত উড়িয়ে দিয়েছে। এএফসি কাপে ভালো খেলার জন্য আবাহনী এবার তিনজন বিদেশিকে ৩০ দিনের চুক্তিতে সই করিয়েছে। যা নিয়ে অভিযোগ করা হয়েছিল মোহনবাগানের পক্ষ থেকে। আবাহনী দলে আটজন বিদেশি ফুটবলার রয়েছেন। তাদের দুই ফুটবলার ড্যানিয়েল কলিন্ড্রেস, রাফায়েল অগাস্টো দল ছেড়ে দিয়েছেন হঠাৎ করেই। তবে সেই সমস্যার সমাধান করতে ব্রুনো ম্যাতোস, জোনাথন রেইসকে সই করিয়েছে তাঁরা।
বাংলাদেশের তিন ক্লাব থেকে আরও তিন ফুটবলারকে সই করায় ঢাকার ক্লাব। মহামেডান থেকে সই করেন উজবেকিস্তানের মুজাফফরভ শেখ জামাল ধানমন্ডি থেকে আসেন গ্রানাডার কর্নেলিয়াস স্টুয়ার্ট আর ফর্টিস এফসি থেকে সই করেন ব্রাজিলের দানিলো আগাস্তু। ঈগলসের বিরুদ্ধে খেলেছিলেন তাঁরা। ঈগলস ম্যাচে আবাহনী জয় পায় ‘ধার করা’ স্টুয়ার্ট এবং দানিলোর গোলে।
অভিযোগ করলেও এই দুই ফুটবলার থাকছেন মঙ্গলবারের ম্যাচে। ফলে তাদেরকে সামলেই খেলতে হবে মোহনবাগান সুপার জায়েন্টকে। এদের মধ্যে কর্নেলিয়াস স্টুয়ার্ট মোহনবাগানের স্বপ্ন ভেঙে দিতে পারে। লোনে ৩১ বছরের এই তারকা সই করেছেন আবাহনীতে। বিরাট অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। এশিয়া তো বটেই ফিনল্যান্ডে ও আমেরিকাতেও খেলেছেন স্টুয়ার্ট। শারীরকে দারুণভাবে ব্যবহার করতে পারেন এই ফরোয়ার্ড। এরিয়াল বলেও বেশ দক্ষ তিনি।
ব্রাজিলিয়ান ফুটবলার দানিলো কুইপাপা অগুস্ত দীর্ঘদেহী স্টপার দীর্ঘদিন ব্রাজিলের বিভিন্ন লিগে দাপটের সঙ্গে খেলেছেন। ভারতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। মাল্টার টপ লিগে খেলার পাশাপাশি মিনার্ভা পঞ্জাবেও খেলে গিয়েছেন তিনি। বাংলাদেশে পুলিশ ফুটবল ক্লাবে দারুণ পারফর্ম করায় গত মরশুমে তাঁকে সই করিয়েছিল ফর্টিস এফসি। তবে এবার অল্পদিনের চুক্তিতে তিনি এসেছেন আবাহনীতে। শুধু স্টপার হিসেবে গোলদুর্গ সামলানোই নয়, প্রয়োজনে গোলও করতে পারেন এই বিদেশি। ফলে সতর্ক থাকতে হবে মোহনবাগান সুপার জায়েন্ট ডিফেন্ডারদের।