Advertisement

AIFF: সুনীলদের জন্য জ্যোতিষী নিয়োগ AIFF-এর, ১৬ লক্ষ টাকা খরচ!

বেশ কিছুদিন আগেই ফেডারেশনের কমিটি ভেঙে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্স দায়িত্ব নিয়েই দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। আর তাতেই বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সেই জ্যোতিষীর মাসিক মাইনে ছিল ৮ লক্ষ টাকা। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য জ্যোতিষীর দারস্থ হয়েছিল প্রফুল্ল প্যাটেল, কুশল দাসরা। সিওএ-এর সদস্যরা কর্তাদের এই কান্ড দেখে অবাক। ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মত প্রাক্তন ফুটবলার দেরই দায়িত্ব দিয়েছে আদালত। তাঁরা বুঝতেই পারছেন না এমনটা কী করে হল। ফুটবলের উন্নতির জন্য জ্যোতিষী নিয়োগের ঘটনা এর আগে শুনেছেন  বলে মনে করতে পারছেন না তাঁরা।

সুনীলদের জন্য জ্যোতিষী নিয়োগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jun 2022,
  • अपडेटेड 9:30 AM IST
  • চাঞ্চল্যকর অভিযোগ কর্তাদের বিরুদ্ধে
  • সদুত্তর দিতে পারেননি কুশল দাস

গত দুই মাসে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ১৬ লক্ষ টাকা খরচ হয়েছে! না গড়াপেটা নয়। এক জ্যোতিষীর পেছনে খরচ হয়েছে সেই টাকা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনই এই বিরাট অঙ্কের টাকা খরচ করেছে জ্যোতিষ চর্চায়। যাতে সুনীল ছেত্রী, মনবীর সিংরা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে পারেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। 

বেশ কিছুদিন আগেই ফেডারেশনের কমিটি ভেঙে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্স দায়িত্ব নিয়েই দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। আর তাতেই বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সেই জ্যোতিষীর মাসিক মাইনে ছিল ৮ লক্ষ টাকা। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য জ্যোতিষীর দারস্থ হয়েছিল প্রফুল্ল প্যাটেল, কুশল দাসরা। সিওএ-এর সদস্যরা কর্তাদের এই কান্ড দেখে অবাক। ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মত প্রাক্তন ফুটবলার দেরই দায়িত্ব দিয়েছে আদালত। তাঁরা বুঝতেই পারছেন না এমনটা কী করে হল। ফুটবলের উন্নতির জন্য জ্যোতিষী নিয়োগের ঘটনা এর আগে শুনেছেন  বলে মনে করতে পারছেন না তাঁরা।

কর্তাদের জেরা করে আরও ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। যার জেরে সিওএ সদস্যরা মনে করছেন, জ্যোতিষীর আড়ালে আর্থিক তছরুপের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ জ্যোতিষী হিসেবে যাকে কাকে নিয়োগ করা হয়েছিল তা সঠিক করে বলতে পারছেন না কর্তারা। যে ঠিকানা দেওয়া হয়েছে তাতেও কাউকে পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। কুশল দাস এই সমস্ত প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাঁকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: আসছে FIFA বিশ্বকাপ, 'ওয়ান নাইট স্ট্যান্ড' যৌনতায় ৭ বছরের জেল, ঘোষণা কাতারে

আরও পড়ুন: বিরাট COVID আক্রান্ত? সত্যিটা জানাল BCCI

ব্যান হতে পারে ভারত
ভারতীয় ফুটবলে ডামাডোলের খবর কানে গিয়েছে ফিফা ও এএফসি-র। তাদের প্রতিনিধি দল এখন ভারতে। সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন তাঁরা। ফিফা ফুটবল পরিচালনার ক্ষেত্রে কোনও প্রশাসনিক হস্তক্ষেপ বরদাস্ত করে না। একই কারণে পাকিস্তানকেও ব্যান করে রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।    
       

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement