Advertisement

Team India Ajinkya Rahane: IPL-এ দারুণ ছন্দে, বিশ্বকাপে সুযোগ পাবেন রাহানে?

এবারের আইপিএল-এ (IPL 2023) দারুণ ছন্দে রয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে দলে জায়গা পেয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। তবে এবার প্রশ্ন উঠছে তিনি কি বিশ্বকাপের দলেও সুযোগ পাবেন? এই বছরের শেষদিকে ভারতেই অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। সেই বিশ্বকাপের দলেও রাহানের সুযোগ হতে পারে বলেই মনে করা হচ্ছে। 

অজিঙ্কা রাহানে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2023,
  • अपडेटेड 7:33 PM IST

এবারের আইপিএল-এ (IPL 2023) দারুণ ছন্দে রয়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে দলে জায়গা পেয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। তবে এবার প্রশ্ন উঠছে তিনি কি বিশ্বকাপের দলেও সুযোগ পাবেন? এই বছরের শেষদিকে ভারতেই অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। সেই বিশ্বকাপের দলেও রাহানের সুযোগ হতে পারে বলেই মনে করা হচ্ছে। 

দীর্ঘ ১৫ মাস পর জাতীয় দলের রাস্তা খুলেছে রাহানের জন্য। কারণ, চোটের জন্য খেলতে পারছেন না শ্রেয়াস আইয়ার (Shreyash Iyer)। এবারের আইপিএলও খেলতে পারছেন না তিনি। সেই কারণেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়কত্ব করছেন নীতিশ রানা (Nitish Rana)। এমন অবস্থায় অভিজ্ঞতার ওপরেই আস্থা রাখছেন ভারতীয় দলের নির্বাচকরা। চোটের কারণে দলের বাইরে রয়েছেন শ্রেয়াস আইয়ার। সম্প্রতি পিঠে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এই অবস্থায় ভারতীয় দলের মিডল অর্ডারে একজন অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন ছিল, এমন পরিস্থিতিতে রাহানেকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। পিঠে অস্ত্রোপচারের পর প্রায় ৩ মাস বিশ্রামে থাকবেন আইয়ার। এরপর দলে জায়গা করে নিতেও নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে। বিশ্বকাপ দল থেকে তাই তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে  বেশি। এমন পরিস্থিতিতে আবারও ভারতীয় দলের মিডল অর্ডারে শক্তিশালী খেলোয়াড়ের প্রয়োজন হবে। সেই জন্যই রাহানের কথা ভাবা হচ্ছে। 

আরও পড়ুন: টানা ৪ ম্যাচে হেরেছে KKR, প্লে অফে যেতে পারবে? অঙ্ক যা বলছে...

ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিছুদিন ধরেই শ্রেয়াসের জায়গায় সূর্যকুমার যাদবকে খেলানোর চেষ্টা করেছে। কিন্তু সূর্যকুমারও বারেবারে ব্যর্থ হয়েছেন। সূর্যও টানা তিন ম্যাচে গোল্ডেন ডাকে আউট হয়েছেন। শ্রেয়াসের না থাকা আর পাশাপাশি সূর্যের ফর্মে না থাকার, মানে টেস্ট ও ওয়ানডে ম্যাচে রাহানের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে। 

Advertisement

আরও পড়ুন: WTC ফাইনাল টিমে কামব্যাক রাহানের, শিকে ছিঁড়ল উনাদকটেরও

যদিও ভারতীয় দলকেও ওয়ানডে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে হবে। এর পাশাপাশি সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপও খেলার কথা রয়েছে। শ্রেয়াস যদি ফিট হয়ে ফিরে আসেন বা সূর্য যদি নিজেদের ফর্ম প্রমাণ করেন, তাহলে সমস্যা তৈরি হবে রাহানের জন্য। এই সময়ে রাহানে তাঁর দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। ফলে বোঝাই যাচ্ছে, বিশ্বকাপের আগে দলে অনেক পরিবর্তন হতে পারে।  


  

     

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement