Advertisement

Angry Rantman Died: মাত্র ২৭ বছরে মৃত্যু, YouTuber 'অ্যাংরি র‍্যান্টম্যান'-এর ঠিক কী হয়েছিল?

মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু হয়েছে ইউটিউবার অ্যাংরি র‌্যান্টম্যানের (Angry Rantman)। সকলেই তাঁকে জানতেন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। বিশেষ করে ফুটবল নিয়ে নানা জনপ্রিয় ভিডিও বানিয়ে ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল তাঁর চ্যানেলে। সাত বছর আগে প্রথমবার ইউটিউবে ভিডিও আপলোড করেছিলেন অভ্রদীপ সাহা (Abhradeep Saha)। সেটা কিন্তু খেলা নিয়ে ছিল না। হলিউডের সিনেমা অ্যানাবেলের (Annabelle) রিভিউ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আর কোনওদিন ভয়ের সিনেমা দেখতে যাবেন না। 

অ্যাংরি র‌্যান্টম্যান অভ্রদীপ সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2024,
  • अपडेटेड 12:12 PM IST

মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু হয়েছে ইউটিউবার অ্যাংরি র‌্যান্টম্যানের (Angry Rantman)। সকলেই তাঁকে জানতেন স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। বিশেষ করে ফুটবল নিয়ে নানা জনপ্রিয় ভিডিও বানিয়ে ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল তাঁর চ্যানেলে। সাত বছর আগে প্রথমবার ইউটিউবে ভিডিও আপলোড করেছিলেন অভ্রদীপ সাহা (Abhradeep Saha)। সেটা কিন্তু খেলা নিয়ে ছিল না। হলিউডের সিনেমা অ্যানাবেলের (Annabelle) রিভিউ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আর কোনওদিন ভয়ের সিনেমা দেখতে যাবেন না। 

তবে তিনি মূলত জনপ্রিয় হন ফুটবল ম্যাচের বিশ্লেষন করে। চেলসিপ্রেমী (Chelsea) অভ্রদীপ নিজের প্রিয় ক্লাবকেও সমালোচনা করতে ছাড়েননি। সেই সমালোচনার ভিডিও প্রকাশ করেই ক্রীড়াপ্রেমীদের নজরে আসেন। তিনি সেই ভিডিওতে বলেন, 'নো প্যাশন, নো অ্যাগ্রেশন' তাঁর এই কথা এবং বোলার ভঙ্গি সকলের মন জয় করে নেয়। তার পর থেকে কেবল ফুটবল নয়, ক্রিকেট-সিনেমা নানা বিষয়েই বিশ্লেষণমূলক ভিডিও বানাতেন অভ্রদীপ। আড়ম্বরহীনভাবে, খুব সাধারণ ছন্দে তৈরি করা এই ভিডিওগুলোই দাগ কাটে আমজনতার মনে। তরতর করে বাড়তে থাকে তাঁর সাবস্ক্রাইবার ও ফলোয়ারের সংখ্যা। 

অ্যাংরি র‍্যান্টম্যানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া তাঁর ফলোয়ারদের মধ্যে। বেঙ্গালুরু এফসি, কেরল ব্লাস্টার্সের মতো একাধিক আইএসএল ক্লাবগুলো তাঁর আত্মার শান্তি কামনা করে বার্তা দিয়েছে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবাসী বাঙালি ইউটিউবার। রবিবার তাঁর বাবা জানিয়েছিলেন, লাইফ সাপোর্টে রয়েছেন রয়েছেন অভ্রদীপ। সেই সময়ই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করতে আহ্বান জানিয়েছিলেন। সেই খবর ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠার প্রহর গুনতে থাকেন তাঁর ফলোয়াররা। কিন্তু সব প্রার্থনা বিফলে গেল। জানা গিয়েছে, বেঙ্গালুরুর এক বেসকরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভ্রদীপ। সেখানেই তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। কিন্তু সেখান থেকে আর ফিরতে পারলেন না বাঙালি ইউটিউবার। সেই সার্জারির পর থেকেই সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে থাকে। অবশেষে বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের তরফে সোশাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয়।  

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement