কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ম্যাচে জার্সি ছুঁড়ে ফেলেছিলেন অঙ্কিত মুখোপাধ্যায় (Ankit Mukherjee)। অঙ্কিতকে ম্যাচ শুরু হওয়ার ১৬ মিনিটের মধ্যেই তুলে নেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)। এর জন্য রাগে জার্সি ছুড়ে ফেলেন বাঙালি এই রাইটব্যাক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ঘটনার পরেই অঙ্কিতকে মাঠের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেন স্টিফেন।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন অঙ্কিত। যদিও শাস্তির হাত থেকে রক্ষা পাননি এই ফুটবলার। রবিবার তাঁকে অনুশীলনে যোগ দিতে দেওয়া হয়নি। এই মরশুমে এখনও অবধি ১০টা ম্যাচ খেলেছেন অঙ্কিত। গোল পাননি। গোল করার মত বলও বাড়াতে পারেননি এই রাইটব্যাক।
আরও পড়ুন: মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে গ্যালারি ফাঁকা, কেন এই হাল?
সোশ্যাল মিডিয়ায় অঙ্কিত লেখেন, ‘আমার এই আচরণ অনেককেই আঘাত দিয়েছে। আমাকে তারা ভুল বুঝেছে। আমি কখনও ক্লাবের সমর্থকদের অসম্মান করতে চাইনি। ম্যাচে যে আঘাত পেয়েছিলাম, সেই কারণেই আমাকে বসিয়ে দেওয়া হয়। ওই মুহূর্তে রাগের সময় মাথা ঠিক ছিল না। তাই ওই কাজটা অনিচ্ছাকৃত করে ফেলি। এর মানে কোনও ব্যক্তি বা ক্লাবের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ রয়েছে বা তাদের বিষোদগার করেছি তা নয়। ইস্টবেঙ্গল ক্লাবের জন্যই আমি এতদূর পৌঁছেছি।’
অঙ্কিত আরও লেখেন, ‘এই ক্লাবেই আমি পেশাদার ফুটবল জীবন শুরু করেছিলাম। আমার গোটা পরিবার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে কৃতজ্ঞ। ইস্টবেঙ্গল ক্লাবকে অসম্মান করার কথা আমি কল্পনাও করতে পারি না। ১৪ বছর পয়স থেকে আমার সত্তায় ইস্টবেঙ্গল। আমার প্রাণের রং লাল-হলুদ। ওই বয়সেই আমি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলি। আমার তাৎক্ষণিক সম্পূর্ণ রাগের মাথায় দেওয়া প্রতিক্রিয়ার জন্য যাঁরা আমাকে ভুল বুঝে মনোকষ্ট পেয়েছেন, যন্ত্রণাবিদ্ধ হয়েছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এমন কোনও কাজ করব না যাতে ক্লাবের ভাবমূর্তি নষ্ট হয়। আমায় মার্জনা করবেন।’
আরও পড়ুন: বার্সেলোনায় ফিরতে পারেন মেসি, দেখা যাবে জাভি-LM10 ম্যাজিক?
ছোটবেলায় আর্মি পাবলিক স্কুলে খেলতেন অঙ্কিত। সেই সময় স্টপার হিসেবে খেলতেন তিনি। সেই সময়, ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন তিনি। সেই সময় তাঁর খেলা পছন্দ হয় লাল-হলুদ কর্তাদের। তাঁকে সই করিয়ে নেয় ইস্টবেঙ্গল। প্রায় ছয় মাস অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি। এরপর কলকাতার ক্লাব এরিয়ান থেকে উত্থান অঙ্কিতের। সেখান থেকে ২০১৭ সালে মহমেডান স্পোর্টিং-এ যোগ দেন তিনি। এটাই তাঁর প্রথম বড় ক্লাব। এর ঠিক এক বছর পরেই ইন্ডিয়ান সুপার ক্লাবের এটিকেতে যোগ দেন অঙ্কিত। ২০২০ সালে এটিকের সঙ্গে মোহনবাগানের মার্জ হওয়ার পর সেই দলেও সুযোগ পেয়েছিলেন অঙ্কিত। ২০২০ সাল অবধি সবুজ-মেরুনেই ছিলেন তিনি। ২০২১ সালে শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল যুক্ত হওয়ায় সেই ক্লাবে সই করেন অঙ্কিত। এখনও লাল-হলুদেই রয়েছেন তিনি।