Advertisement

Indian Women World Cup 2022: মিতালি-হরমনপ্রীতদের বিশ্বকাপের আগে শুভেচ্ছা বার্তা পাঠালেন অনুষ্কা

সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর উপর তৈরি হওয়া বায়োপিকে ঝুলনের ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা। ছবির নাম 'চাকদহ এক্সপ্রেস'। এই ছবির জন্য পরিশ্রম করেছেন বিরাট পত্নী। কিছুদিন আগেই ছবির প্রচারের জন্য একটি ভিডিও পোস্ট করেছিলেন অনুষ্কা। সেই ভিডিও ভাইরাল হয়। তবে শুধু ভিডিও নয় কিছু ছবিও শেয়ার করেন অভিনেত্রী। বল ধরা, ঝুলনের মত অ্যাকশনে বল করা সব মিলিয়েই রূপোলী পর্দায় ঝুলনকে ফুটিয়ে তুলতে চাইছেন অনুষ্কা।  মেয়েদের ক্রিকেট নিয়ে গত কয়েক বছর ধরেই উৎসাহ বাড়ছে। বিসিসিআই ও মেয়েদের আইপিএল চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে। বিশ্বকাপের পুরষ্কার মূল্যও আগের থেকে অনেকটা বাড়ান হয়েছে। বলিউডে সিনেমা হয়েছে ভারতের মেয়েদের দলের অধিনায়ক মিতালি রাজকে নিয়েও। তাপসি পান্নু অভিনীত সেই ছবির নাম 'সাবাস মিঠু'। 

অনুষ্কা শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Mar 2022,
  • अपडेटेड 10:26 PM IST
  • বলিউড অভিনেত্রীর শুভেচ্ছাবার্তা
  • জিতবে ভারতই মত বিরাট পত্নীর

রবিবার পাকিস্তানের মেয়েদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছেন ঝুলন গোস্বামী, মিতালি রাজরা। গত বিশ্বকাপের ফাইনালিস্টরা এবার জিততে মরিয়া। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ভারতের মেয়েদের উৎসাহ দিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। 

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা টুইট করে লিখেছেন, 'জেতার প্রতিজ্ঞা নিয়ে ওরা সামনের দিকে এগিয়ে চলেছে। এই বিশ্বকাপ আমাদের মেয়েরাই নিয়ে আসছে। মহিলা ভারতীয় দলকে আমার শুভেচ্ছা।''

সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর উপর তৈরি হওয়া বায়োপিকে ঝুলনের ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা। ছবির নাম 'চাকদহ এক্সপ্রেস'। এই ছবির জন্য পরিশ্রম করেছেন বিরাট পত্নী। কিছুদিন আগেই ছবির প্রচারের জন্য একটি ভিডিও পোস্ট করেছিলেন অনুষ্কা। সেই ভিডিও ভাইরাল হয়। তবে শুধু ভিডিও নয় কিছু ছবিও শেয়ার করেন অভিনেত্রী। বল ধরা, ঝুলনের মত অ্যাকশনে বল করা সব মিলিয়েই রূপোলী পর্দায় ঝুলনকে ফুটিয়ে তুলতে চাইছেন অনুষ্কা।  মেয়েদের ক্রিকেট নিয়ে গত কয়েক বছর ধরেই উৎসাহ বাড়ছে। বিসিসিআই ও মেয়েদের আইপিএল চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে। বিশ্বকাপের পুরষ্কার মূল্যও আগের থেকে অনেকটা বাড়ান হয়েছে। বলিউডে সিনেমা হয়েছে ভারতের মেয়েদের দলের অধিনায়ক মিতালি রাজকে নিয়েও। তাপসি পান্নু অভিনীত সেই ছবির নাম 'সাবাস মিঠু'। 

আরও পড়ুন: পুরুষদের খেলারও বছর দুয়েক আগেই বিশ্বকাপ খেলেছেন ভারতের মেয়েরা, এখন কী অবস্থা?

আরও পড়ুন: কী ভাবে ফিটনেস আইকন হয়ে উঠলেন বিরাট? জানালেন সচিন

শুক্রবার থেকেই শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টের আয়োজক নিউজিল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement