দেখতে দেখতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইলাল চলে এল। আমেদাবাদে দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি। যতই সময় এগোচ্ছে দেশজুড়ে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। স্বামী বিরাট কোহলি তথা গোটা ভারতীয় টিমকে সমর্থন করতে আমেদাবাদে পৌঁছে গিয়েছেন অনুষ্কা। তবে তিনি একা নন, বাবার খেলা দেখতে অনুষ্কার সঙ্গে মাঠে থাকছে মেয়ে ভামিকাও।
বিশ্বকাপের সেমিফাইনালে শতরান করেছেন বিরাট কোহলি। বিরাটের ৫০তম শতরানের সাক্ষী থেকেছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। গ্যালারি থেকেই বিরাটকে একের পর এক ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছেন অনুষ্কা। পাল্টা চুমু ছুঁড়েছেন বিরাটও। সাক্ষী থেকেছে গোটা দেশ। বিশ্বকাপ চলাকালীনই অনুষ্কা শর্মার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে চর্চা কম হচ্ছে না। শোনা যাচ্ছে, ভামিকার পর বিরাট-অনুষ্কা দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন। যদিও এই বিষয়ে নিশ্চিত কোনও খবর জানান যায়নি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে অনুষ্কাকে দেখা গিয়েছে আমেদাবাদ স্টেডিয়ামে। তিনি ফ্লাইট থেকে নামছেন। অভিনেত্রী সাদা রঙের এথনিক পোশাকে ছিলেন। সানগ্লাস ও চুল খোলা ছিল অনুষ্কার। তাঁর পিছনেই ছিল মেয়ে ভামিকা, ন্যানির কোলে।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাটের খেলা আজ মা-মেয়ে দুজনে মিলে দেখবে। এরই মাঝে অনুষ্কার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। বিরাট-পত্নী নাকি আবার মা হতে চলেছেন আর সেই কারণে তিনি সেভাবে সকলের সামনে দেখা দিচ্ছেন না। ২০২১ সালে বিরাট-অনুষ্কার কোল আলো করে জন্মেছিল তাঁদের আদরের কন্যা সন্তান ভামিকা কোহলি। জন্মের পর থেকে আজ পর্যন্ত ভামিকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করা সত্ত্বেও তার মুখ একবারের জন্য়েও দেখাননি বিরাট-অনুষ্কা।
এমনও শোনা গিয়েছে যে বিরাট ও অনুষ্কাকে নাকি মুম্বইয়ের মেটারনিটি ক্লিনিকেও দেখা গিয়েছিল এবং পাপারাৎজিদের চোখে পড়ে যাওয়ায় তাঁরা তাঁদের ছবি প্রকাশ করতে নিষেধ করেন এটা বলে যে তাঁরা শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করবেন। প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বরে বিয়ে হয় বিরাট ও অনুষ্কার। এর চার বছর পর ভামিকা জন্ম নেয়। অনুষ্কাকে বহুদিন বলিউডের কোনও সিনেমায় দেখা যায়নি। অভিনেত্রী প্রযোজনার কাজে হাত পাকাচ্ছেন। যদিও চাকদা এক্সপ্রেস, যেটি ঝুলন গোস্বামীর বায়োপিক, প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনুষ্কাকে।