Advertisement

Mohun Bagan Transfer News: আর্জেন্টিনাকে গোল দেওয়া ২ কোটি টাকার ডিফেন্ডার মোহনবাগানে?

আনোয়ার আলিকে (Anwar Ali) সই করাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants)। ইতিমধ্যেই এফসি গোয়া (FC Goa) এই সেন্ট্রাল ডিফেন্ডারকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। পরের মরশুমে তিনি যোগ দিতে চলেছেন সবুজ-মেরুন শিরিরে। এমনটাই খবর। যদিও এখনও তাঁর মোহনবাগানে যোগ দেওয়ার ব্যাপারে কিছুই জানানো হয়নি। শোনা যাচ্ছে ২ কোটি ২০ লক্ষ টাকায় মোহনবাগানে আসতে চলেছেন তিনি। 

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2023,
  • अपडेटेड 12:07 PM IST
  • প্রতিভাবান ফুটবলারকে সই করাল মোহনবাগান
  • আনোয়ার আলিকে সই করাতে পারে মোহনবাগান

আনোয়ার আলিকে (Anwar Ali) সই করাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants)। ইতিমধ্যেই এফসি গোয়া (FC Goa) এই সেন্ট্রাল ডিফেন্ডারকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। পরের মরশুমে তিনি যোগ দিতে চলেছেন সবুজ-মেরুন শিরিরে। এমনটাই খবর। যদিও এখনও তাঁর মোহনবাগানে যোগ দেওয়ার ব্যাপারে কিছুই জানানো হয়নি। শোনা যাচ্ছে ২ কোটি ২০ লক্ষ টাকায় মোহনবাগানে আসতে চলেছেন তিনি। 


একাধিক তারকা ফুটবলার ছেড়ে দিয়েছে এফসি গোয়া 
শুধু আনোয়ার আলি নয়, বিদেশি ফুটবলার হার্নান সান্তানা, নাওরেম, মার্ক ভ্যালিয়েন্ট রেডিম টাং, মাকেন ছোটে, লেনি রদ্রিগেজকেও ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে গোয়া। এদের মধ্যে লেনি যোগ দিয়েছেন ওড়িশা এফসিতে। এর আগে দিল্লি এফসি থেকে ১৮ মাসের লোনে গোয়ার হয়ে খেলতে এসেছিলেন আনোয়ার। এই ১৮ মাস কাটার পর গোয়া ছাড়লেন তিনি। মোহনবাগানে খেলতে আসছেন তিনি। এমনটাই জানা যাচ্ছে। একটা সময় হৃদরোগে আক্রান্ত হওয়ায়, তাঁর কেরিয়ার প্রায় শেষ হয়ে যেতে বসেছিল। সেখান থেকে ফিরে আসেন তিনি। দীর্ঘ আইনী লড়াই-এর পর, সুযোগ পান এফসি গোয়া দলে। 

আরও পড়ুন

আনোয়ার আলি

মিনার্ভা পঞ্জাব অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার খেলেছেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচই খেলেছিলেন ভারতীয় এই ডিফেন্ডার। বিশ্বকাপের পর, আর্জেন্টিনার বিরুদ্ধেও দারুণ গোল করেছিলেন তিনি।
এরপরেই হৃদরোগে আক্রান্ত হওয়ায়, ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে খেলতে বারণ করে দেওয়া হয়। এরপরে দীর্ঘ লড়াই চলে ফেডারেশনের সঙ্গে। কলকাতার দলের হয়ে খেলার সুযোগ পেয়ে গিয়েছিলেন আনোয়ার। মহামেডান স্পোর্টিং তাঁকে সই করালেও, খেলাতে পারেনি এআইএফএফ-এর নিষেধাজ্ঞা থাকায়। এরপর ২০২১ সালে আনোয়ার খেলার ছাড়পত্র পেয়ে যান। গত মরশুমে গোয়ার দলের হয়ে দারুণ খেলায় জুয়ান ফেরান্দো এই তারকার ওপর নজর রাখতে থাকেন।

আরও পড়ুন:অ্যাকাউন্ট থেকে উধাও ১৫ লক্ষ টাকা, বড়সড় প্রতারণার শিকার সুব্রত
তাঁর খেলা পছন্দ হওয়ায়, সবুজ-মেরুন দলে সুযোগ পেতে পারেন আনোয়ার। এই মরশুম চলাকালীনই তাঁকে নেওয়ার জন্য কথাবার্তা বলতে থাকেন মোহনবাগান কর্তারা। এরপরেই চূড়ান্ত হয়ে যায় তাঁর মোহনবাগানে আসার বিষয়টা।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement