২১ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা (Copa America 2024)। আর সেই টুর্নামেন্টের জন্য ২৯ জনের দল ঘোষণা করলেন আর্জেন্তিনার (Argentina Football Team) কোচ লিওনেল স্কালোনি। গতবার কোপা আমেরিকা ও তারপর বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসির (Lionel Messi) এই দলকে নিয়ে উন্মাদনা বেড়ে গিয়েছে অনেক। এবারের কোপা আমেরিকাতেও দেশকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। পাশাপাশি দলে রয়েছেন ডি মারিয়াও (Angel Di Maria)। তবে দলে জায়গা পাননি পাওলো দিবালা (Paulo Dybala)। এবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট হচ্ছে আমেরিকায় (America)।
কবে থেকে শুরু হবে টুর্নামেন্ট?
২১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা। তবে তার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে নীল-সাদার দল। আর্জেন্টিনা এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রীতি ম্যাচ দু’টি হবে ৯ এবং ১২ জুন। দলে গোলকিপার হিসেবে স্কালোনির প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপে সেরা গোলরক্ষক হয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে দলে রয়েছেন ফ্র্যাঙ্কো আরমানি ও জেরোমিনো রুল্লি। তবে আটালান্টায় দুর্দান্ত খেলার পরেও বাদ পড়েছেন হুয়ান মুসো।
এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্তিনার দল-
গোলরক্ষক: এমি মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরেমিনো রুল্লি।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বেলার্ডি, ক্রিশ্চিয়ানো রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, নিকোলাস ওতামেন্দি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো।
মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিওস, এনেজো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, ভ্যালেন্টিন কারবোনি।
ফরোয়ার্ড: ডি মারিয়া, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেইরা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, লাওতেরো মার্টিনেজ, হুয়ান আলভারেজ।
আর্জেন্টিনার ম্যাচের সূচি
২১ জুন আর্জেন্টিনা বনাম কানাডা (আটলান্টা)
২৬ জুন আর্জেন্টিনা বনাম চিলি (ইস্ট রাদারফোর্ড)
৩০ জুন আর্জেন্টিনা বনাম পেরু (মায়ামি গার্ডেন)
এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে নিয়ে বিরাট প্রত্যাশা রয়েছে। পাশাপাশি ইন্টার মিয়ামির হয়ে খেলতে খেলতে চোট পেলেও, ফিট হয়েছেন মেসি। ফলে তাঁকে নিয়েও প্রত্যাশার পারদ চড়ছে।