Advertisement

মেসির দুর্ধর্ষ ফ্রি-কিক! Copa America-র সেমিতে আর্জেন্টিনা, হার উরুগুয়ের

খেলার শেষ মুহূর্তে ৯০+৩ মিনিটে ফ্রি-কিক থেকে লিও মেসির অসাধারণ গোল। এই গোলই ইকুয়েডরকে ৩-০ ফলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল চলে গেল আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতে চলেছে কলম্বিয়া

মেসি ও ডি মারিয়া। কোপার ম্যাচে রবিবার।
Aajtak Bangla
  • ব্রাসিলিয়া,
  • 04 Jul 2021,
  • अपडेटेड 11:58 AM IST
  • কোপার সেমিফাইনালে মেসিরা
  • ইকুয়েডরকে হারিয়ে দিলে আর্জেন্টিনা
  • কোপার কোয়র্টারে বড় আর্জেন্টিনার

খেলার শেষ মুহূর্তে ৯০+৩ মিনিটে ফ্রি-কিক থেকে লিও মেসির অসাধারণ গোল। এই গোলই ইকুয়েডরকে ৩-০ ফলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল চলে গেল আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হতে চলেছে কলম্বিয়া অন্য সেমিফাইনালে যখন ব্রাজিল পেরু লড়াই করবে তারপরই আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়া আর সেই মতই এবার জমে উঠেছে কোপা আমেরিকার আসর।


কোপা আমেরিকা এবার প্রস্তুত হচ্ছে ফাইনালের লড়াই দেখার জন্য। কারণ ফাইনালে মুখোমুখি হবে না আর্জেন্টিনা ও ব্রাজিল এমন জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেমিফাইনালে দুই দল জয় পেলেই ফাইনালে নেইমারের ব্রাজিলের সঙ্গে খেলবে মেসির আর্জেন্টিনা। শুধু নেইমার-মেসি নয় আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এই লড়াই বিশ্ব ফুটবলের অন্যতম হিসেবে গণ্য করা হয়। আর সেই লড়াইয়ের অপেক্ষাতেই এবার ফুটবল বিশ্ব।

রবিবার সকাল বেলা প্রথম থেকেই আক্রমনাত্মক ছন্দে নিজেদের ফুটবল শুরু করেছিলেন মেসিরা। ইকুয়েডরের বিরুদ্ধে প্রথম গোলটি আর্জেন্টিনা ৪০ মিনিটের মাথায় দেয়। গোল পান রডরিগো দি পাল। তারপর সারা ম্যাচের গোল হচ্ছিল না। কিন্তু ৮৪ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্টিনেজ। তারপরই ইনজুরি টাইমে খেলা শুরু হয় নির্ধারিত ৯০ মিনিট শেষে। তখন আর্জেন্টিনা এগিয়ে ২-০ গোলে।  আর তখনই ৯০+৩ মিনিটের মাথায় ফ্রি কিক পায় আর্জেন্টিনা। আর সেই ফ্রি-কিক থেকে এই দুর্ধর্ষ গোল করেন বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। আর এই গোল এই তিন শূন্য ব্যবধানে কোয়ার্টার-ফাইনালের লটারি জিতে সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা।

কপার অন্য ম্যাচে উরুগুয়েকে ছিটকে দিল কলম্বিয়া। উরুগুয়ের মতন দলকে পেনাল্টি শুটআউটে টাইব্রেকারে হারালো কলম্বিয়া দল। প্রথমার্ধের খেলা ও দ্বিতীয়ার্ধের খেলা গোলশূন্য ড্র হয়েছিল। তারপর খেলা এক্সট্রা টাইমে গড়ায়। এক্সট্রা টাইমে ও একে অপরের বিরুদ্ধে গোল করতে সক্ষম হননি কলম্বিয়া উরুগুয়ের ফুটবলাররা। তারপরই পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় কলম্বিয়া।

Advertisement

এবার সেমিফাইনালে ৬ জুলাই মুখোমুখি হবে ব্রাজিল বনাম পেরু। অন্য ম্যাচে 7 জুলাই খেলবে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement