Advertisement

Arjun Tendulkar Sachin Tendulkar: 'অর্জুন আমাকেও আউট করেছিল...,' স্বীকারোক্তি সচিনের!

কিছুদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে আইপিএল-এ (IPL 2023) অভিষেক হয়েছে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকরের(Arjun Tendulkar)। প্রথম ম্যাচে উইকেট না পেলেও বুধবার, হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) সেই ম্যাচেই প্রথম উইকেট নেন অর্জুন। সচিনের কাছে, এই ব্যাপারে প্রশ্ন করা হয় ট্যুইটারে। 

অর্জুন তেন্ডুলকর ও সচিন তেন্ডুলকর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2023,
  • अपडेटेड 7:13 PM IST

কিছুদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে আইপিএল-এ (IPL 2023) অভিষেক হয়েছে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকরের(Arjun Tendulkar)। প্রথম ম্যাচে উইকেট না পেলেও বুধবার, হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) সেই ম্যাচেই প্রথম উইকেট নেন অর্জুন। সচিনের কাছে, এই ব্যাপারে প্রশ্ন করা হয় ট্যুইটারে। 

সচিনকে আউট করেন অর্জুন
বৃহস্পতিবার ট্যুইটারে সচিন, তাঁর ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন করার আবেদন জানান। সেই  সচিনকে এক ভক্ত প্রশ্ন করেন, 'অর্জুনের বলে কোনোওদিন আউট হয়েছেন?' প্রশ্নের উত্তরে সচিন রিপ্লাই করেন। সেখানে তিনি লেখেন, 'একবার লর্ডসে ও আমাকে আউট করেছিল।' তবে এই তথ্য দিয়েও সচিন বলেন, 'এই কথা কাউকে বলবেন না কিন্তু।' এই রিপ্লাই যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দ্বিতীয় ম্যাচেই নিজের আইপিএল কেরিয়ারের প্রথম উইকেটটি পেলেন অর্জুন তেন্ডুলকর। প্রসঙ্গত, এই আইপিএলে তাঁর অভিষেক নিয়ে চর্চা চলছিলই ক্রিকেটমহলে। শেষপর্যন্ত মাঠে নামলেন মুম্বই জার্সি গায়ে।

আরও পড়ুন: IPL-এর একটা বলের দাম কত জানেন? ফ্রিজ কেনা হয়ে যাবে...


নেটে অর্জুনকে পরামর্শ দেন সচিন
এমনকি নেটে বাবা সচিন তেন্ডুলকরের থেকে পরামর্শও নিতে দেখা যায় তাঁকে। ফিজিক্যাল ট্রেনিং-এর সময় তাঁকে টিপসও দেন মাস্টার ব্লাস্টার। আর গতকাল জয়ের পিছনে, অর্জুনের অবদানও কিছু কম নয়। ম্যাচের প্রথম এবং শেষ ওভারে তাঁর হাতেই বল তুলে দেন অধিনায়ক রোহিত। 

আরও পড়ুন: 'IPL-এ তেন্ডুলকারের প্রথম উইকেট,' বাবাকে জন্মদিনের গিফট অর্জুনের

হায়দরাবাদের বিরুদ্ধে অর্জুন উইকেট পাওয়ায় টিমমেটরাও বেশ খুশি। এই ম্যাচে তিনি ২.৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান দিয়েছেন এবং পেয়েছেন একটি উইকেট। আইপিএলের ইতিহাসে অর্জুন তেন্ডুলকরের প্রথম শিকার ভুবনেশ্বর কুমার (Bhubaneswar Kumar)। অর্জুনের বলে, মুম্বই ক্যাপ্টেন রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আর এরই সুবাদে, নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম উইকেটটি পেয়ে গেলেন অর্জুন। জন্মদিনের আগে, বাবার জন্য উপহার ছেলের। অন্যদিকে, এখনও পর্যন্ত অর্জুনের বোলিং গড় ৩৫.০০ এবং ইকোনমি রেট ৭.২৪। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement