Advertisement

Arshad Nadeem Neeraj Chopra: 'নেহরা UK-র প্রধানমন্ত্রী...' পাক কমেন্টেটরকে মজার উত্তর শেহওয়াগের

আরশাদ ও নীরজকে নিয়ে নানা ধরনের মিম তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই সমস্ত টুইট ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের ধারাভাষ্যকার জায়েদ হামিদও এ নিয়ে মন্তব্য করেন। তবে এই পোস্টে মারাত্বক ভুল করে বসেন তিনি। যা নিয়ে ট্রোলড হতে থাকেন পাক ভাষ্যকার। এ নিয়ে ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগও (Virender Sehwag) ট্রোল করেছেন জায়েদকে

আশিস নেহেরা ও নীরজ চোপড়া আশিস নেহেরা ও নীরজ চোপড়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2022,
  • अपडेटेड 4:11 PM IST
  • ট্রোলড হলেন পাক ধারাভাষ্যকার
  • সোনা জিতেছেন জাইদ হামিদ

পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম  (Arshad Nadeem) কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনা জিতে ইতিহাস রচনা করেছেন। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ৯০.১৮ মিটার জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়েন তিনি। এর ফলে ভেঙে যায় অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) রেকর্ড। 

এর পর থেকেই আরশাদ ও নীরজকে নিয়ে নানা ধরনের মিম তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই সমস্ত টুইট ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের ধারাভাষ্যকার জায়েদ হামিদও এ নিয়ে মন্তব্য করেন। তবে এই পোস্টে মারাত্বক ভুল করে বসেন তিনি। যা নিয়ে ট্রোলড হতে থাকেন পাক ভাষ্যকার। এ নিয়ে ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগও (Virender Sehwag) ট্রোল করেছেন জায়েদকে। 
কমনওয়েলথ গেমস শুরু হওয়ার কিছুদিন আগেই পিঠের চোটের জন্য নিজের নাম প্রত্যাহার করে নেন ভারতের নীরজ চোপড়া। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নীরজ ও হামিদ দুই জনেই দুই জনের খুব ভাল বন্ধু। টোকিও অলিম্পিক্সের সময়ও এই বন্ধুত্ব দেখা গিয়েছিল।

আরও পড়ুন

হামিদ জায়েদের টুইট নিয়ে মজা করলেন শেহওয়াগ

আসলে জায়েদ তাঁর পোস্টে স্বদেশী হামিদের প্রশংসা করতে গিয়ে ভুল করেন। নীরজের জায়গায় ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরার নাম লিখে ফেলেন। পাশাপাশি আরও একটা ভুল করেন তিনি। তিনি তাঁর পোস্টে লেখেন, নীরজকে (লিখেছেন নেহরাকে) হারিয়ে নাকি সোনা জিতেছেন হামিদ। আসলে পিঠের চোটের জন্য কমনওয়েলথ গেমসে খেলেননি নীরজ।

আরশাদ নাদিম

সময় নষ্ট না করে টুইট করেন শেহওয়াগ। সেখানে তিনি লেখেন, 'চিচা, আশিস নেহরা এখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।' একটি হাসির ইমজিও দিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার। শেহওয়াগ বোঝাতে চেয়েছেন, এবার কোনওদিন দেখা যাবে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নেহরাকে দেখা হবে। তবে নেহরার কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। 

নেহরা ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন!
অলিম্পিক্সে প্রথমবার সোনা জেতা রেকর্ড গড়ে নীরজ প্রথম ভারতীয় অ্যাথলেট। অনেকেই এ নিয়ে মজার মন্তব্য করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, 'আশিস নেহরা বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন।'

                

Read more!
Advertisement
Advertisement