Advertisement

Team India, Asia Cup 2022: 'রোহিত ক্লান্ত!' কেন এমনটা মনে করছেন প্রাক্তন পাক ক্রিকেটার?

হংকং-এর বিরুদ্ধে জিততে পারলে রবিবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আর সেই জন্যই হয়ত মাইন্ডগেম শুরু করে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১২ রান করে আউট হওয়ার পর হংকং-এর বিরুদ্ধেও ২১ রান করে আউট করে আউট হন তিনি। 

রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Sep 2022,
  • अपडेटेड 7:19 PM IST
  • রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে
  • এশিয়া কাপের সুপার ফোরের লড়াই

রোহিত শর্মার নেতৃত্বে দারুণ ফর্মে রয়েছে ভারতীয় দল। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে দারুণভাবে জয় পেয়েছে ভারত। তবে রান পাচ্ছেন না রোহিত শর্মা। আজ হংকং-এর বিরুদ্ধে জিততে পারলে রবিবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আর সেই জন্যই হয়ত মাইন্ডগেম শুরু করে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১২ রান করে আউট হওয়ার পর হংকং-এর বিরুদ্ধেও ২১ রান করে আউট করে আউট হন তিনি। 

হাফিজ মনে করেন, রোহিত শর্মা বেশিদিন ভারতকে নেতৃত্ব দিতে পারবেন না। হাফিজ আরও বলেছিলেন যে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার সময়, রোহিতকে 'দুর্বল' এবং ভীত দেখাচ্ছে এবং তার ফর্মও ভাল ছিল না। হাফিজ মনে করেন, মাঠে নিজেকে প্রকাশ করতে পারছেন না ভারতীয় অধিনায়ক। 

আরও পড়ুন: AIFF-এর সভাপতি নির্বাচিত কল্যাণ, হারালেন ভাইচুংকে

মহম্মদ হাফিজ পিটিভি স্পোর্টসকে বলেন, 'ম্যাচ জেতার পর রোহিত শর্মার অভিব্যক্তি দেখেছেন? ভারত ৪০ রানে জেতার পর তার প্রতিক্রিয়া দেখেছেন? রোহিতের বডি ল্যাঙ্গুয়েজের কথা আগেই বলেছি। ও যখন টসের জন্য আসে, তখন ওকে দুর্বল, ভীত ও চিন্তিত দেখাচ্ছিল। আমি যে রোহিত শর্মাকে চিনি সে এই রোহিত নয়। সে দারুণ ব্যাট করত বড় ইনিংস খেলত। আমি মনে করি তার অধিনায়কত্বের কারণে তার ওপর অনেক চাপ রয়েছে। তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।''

রোহিত শর্মা

আরও পড়ুন: দুবাইয়ে বিচ ভলি টিম ইন্ডিয়ার, ছুটির মেজাজে রোহিতদের 'মস্তি', VIDEO

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, ভারত ইতিবাচক ক্রিকেটের কথা বললেও সেটা খেলতে পারছে না। হাফিজ বলেন, ''রোহিত ইতিবাচক ক্রিকেটের কথা বলছেন, কিন্তু তার শরীরী ভাষায় তা দেখা যাচ্ছে না।  কথা বলা সহজ, কিন্তু করা কঠিন। ভারতের অধিনায়ক থাকা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে।'' 

Advertisement

হাফিজ মনে করেন, বেশিদিন টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকতে পারবেন না রোহিত। তিনি বলেন, ''হয়তো বেশিদিন তিনি ভারতের অধিনায়ক থাকবেন না। আমি রোহিতকে সবসময় খেলা উপভোগ করতে এবং নিজেকে প্রকাশ করতে দেখেছি।  এখন ও এসব করছে না, হয়তো অনেক কিছুর মাঝে হারিয়ে গেছে। আমি মনে করি সে এখনও ভালো ক্রিকেট খেলতে পারে কিন্তু যখন থেকে সে অধিনায়ক হয়েছে...' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement