Advertisement

Asia Cup 2023 Final India vs Sri Lanka Update: এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত, মাত্র ৭ ওভারে শ্রীলঙ্কাকে দুরমুশ করল রাহুলরা

এশিয়া কাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি ভারতীয় দল। শ্রীলঙ্কার স্পিনাররা যেমন ভালো ছন্দে রয়েছেন তেমনই ছন্দে রয়েছেন ব্যাটাররাও। ভারতীয় দলও দারুণ পারফর্ম করে ফাইনালে উঠেছে। 

সিরাজ ও বুমরা
Aajtak Bangla
  • কলম্বো,
  • 17 Sep 2023,
  • अपडेटेड 8:36 AM IST

Asia Cup 2023 Final India vs Sri Lanka Live Update: এশিয়া কাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি ভারতীয় দল। শ্রীলঙ্কার স্পিনাররা যেমন ভালো ছন্দে রয়েছেন তেমনই ছন্দে রয়েছেন ব্যাটাররাও। ভারতীয় দলও দারুণ পারফর্ম করে ফাইনালে উঠেছে। অন্যদিকে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতের জার্সি গায়ে ২৫০তম একদিনের ম্যাচ খেলতে নেমেছেন। 

চ্যাম্পিয়ন ভারত

মাত্র ৭ ওভারেই শ্রীলঙ্কার রান চেজ করে ফেলল ভারতীয় দল।  ইশান কিশান নট আউট ২৩ রানে। গিল অপরাজিত থাকলেন ১৯ বলে ২৭ রান করে। অষ্টমবার এশিয়া কাপ জিতল ভারতীয় দল।

ব্যাট করতে নামছে ভারত

 রোহিত নয়, গিলের সঙ্গে ওপেন করতে এলেন ইশান কিশান।  

অলআউট শ্রীলঙ্কা

৫০ রানে অলআউট শ্রীলঙ্কা, ৩ উইকেট হার্দিকের

 আবার উইকেট হার্দিকের

৫০ রানে ৯ উইকেট হারাল শ্রীলঙ্কা। উইকেট নিলেন হার্দিক। 

৪০ রানে ৮ উইকেট হারাল শ্রীলঙ্কা

হার্দিক পান্ডিয়াও উইকেট পেয়ে গেলেন। একের পর এক উইকেট হারাচ্ছে শ্রীলঙ্কা।

উইকেট পড়ল আবারও

সেই সিরাজের বলেই বোল্ড শ্রীলঙ্কার ক্যাপ্টেন। ১২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কার।

৫ উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা

একের পর এক উইকেট হারাচ্ছে শ্রীলঙ্কা। ১১ রানেই ৫ উইকেট হারাল তারা। 

হ্যাটট্রিকের সামনে সিরাজ

আসালাঙ্কাকেও আউট করলেন সিরাজ। ৪ উইকেট হারিয়ে মাত্র ৮ রান করেছে লঙ্কারা।

আবার উইকেট হারাল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা একের পর এক উইকেট হারাচ্ছে। সিরাজের এক ওভারেই দুই পড়ে গেল। ৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেল লঙ্কানরা।

২ উইকেট হারাল শ্রীলঙ্কা

Advertisement

একের পর এক উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা। ৮ রানে ২ উইকেট হারাল তারা। এবার আউট নিশাঙ্কা। ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিলেন রবীন্দ্র জাদেজা।

প্রথম ওভার শেষ

প্রথম ওভারের শেষে ৭ রান শ্রীলঙ্কার। ১ উইকেট হারিয়ে ফেলেছে তাঁরা।  

তৃতীয় বলেই উইকেট

দারুণ বোলিং বুমরার। কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কুশল পেরেরা। ০ রানেই আউট শ্রীলঙ্কার ওপেনার।

থেমে গিয়েছে বৃষ্টি

সরে গেল কভার, শুরু হবে ম্যাচ। 

বৃষ্টি শুরু হয়েছে

টসের পর খেলা শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়। ম্যাচ শুরু হতে সময় লাগছে। কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে গোটা মাঠ।

ভারতীয় দলেও পরিবর্তন

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

শ্রীলঙ্কা দলে পরিবর্তন

শ্রীলঙ্কার প্লেয়িং ইলেভেনে এসেছে মাত্র একটি পরিবর্তন। মহিষ তিক্ষার জায়গায় জায়গা পেয়েছেন হেমন্ত।
শ্রীলঙ্কা (প্লেয়িং ইলেভেন): পথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাশুন শানাকা (সি), দুনিথ ভেলালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।

টসে জিতল শ্রীলঙ্কা

শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত শনকার। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement