Advertisement

Asia Cup 2023 India vs Bangladesh: নায়ক শাকিব, ১৩ বছর পর এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে হারাল বাংলাদেশ

ভারতীয় দলে পাঁচ পরিবর্তন। বিশ্রাম দেওয়া হল বিরাট, হার্দিকদের। সুযোগ পেলেন সূর্যকুমার।

১৩ বছর পর এশিয়া কাপে ভারতকে হারাল বাংলাদেশ
Aajtak Bangla
  • কলম্বো,
  • 15 Sep 2023,
  • अपडेटेड 11:21 PM IST

ভারত ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। বাংলাদেশের ফাইনালে ওঠার কোনও আশাই নেই। এমন অবস্থায় বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। দুই দলই পাঁচ পরিবর্তন করেছে। 

৬ রানে জিতল বাংলাদেশ

রান আউট হলেন শামি। ৬ রানে হারল ভারত। ২৫৯ রানে সব উইকেট হারালেন রোহিতরা।

৫ বলে ১২ রান দরকার

উইকেটে শামি ও প্রসিদ্ধ কৃষ্ণা। বল করছেন তানজিম।

৩০ বলে ৪৪ রান দরকার ভারতের 

দারুণ ব্যাটিং অক্ষর প্যাটেল ও শার্দূল ঠাকুরের। ৭ উইকেটে ২২২ রান ভারতের। 

১২১ রান করে আউট গিল

২০৯ রানে ৭ উইকেট হারাল ভারত। বড় সমস্যায় ভারতীয় দল। ৩৮ বলে দরকার ৫৭ রান। 

দুর্দান্ত ইনিংস গিলের

সেঞ্চুরি করে ফেললেন শুভমন গিল। ৬ উইকেটে ১৮৮ রান ভারতের। ১০ ওভারে দরকার ৭৮ রান।

১৭০ রানে ৬ উইকেট হারাল ভারত

আউট জাদেজাও, ৬ উইকেট হারিয়ে বিরাট চাপে ভারত। ১৭০ রানে ৬ উইকেট হারিয়েছে ভারত।

উইকেট হারাল ভারত

১৫ বলে ৫ রান করে আউট 

হাফ সেঞ্চুরি গিলের

দারুণ ব্যাটিং গিলের। ৬৭ বলে ৫৫ রান করে ফেলেছেন ভারতের ওপেনার। ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান ভারতের। 

আবার উইকেট হারাল ভারত

সেট হয়েও আউট হলেন কেএল রাহুল। চাপে পড়ে গেল ভারত।  ৩৯ বলে ১৯ রান করে আউট রাহুল। 

দুই উইকেট হারাল ভারত

আবার উইকেট পেয়ে গেল বাংলাদেশ। ১৭ রানে ২ উইকেট হারাল ভারত। 

প্রথম ওভারে উইকেট হারাল ভারত

Advertisement

প্রথম ওভারে আউট রোহিত। বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ২ রানে ১ উইকেট হারাল ভারত।

উইকেট পেলেন প্রসিদ্ধ কৃষ্ণা

২৩৮ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ। আউট হলেন নাসুম। প্লেড অন হলেন বাংলাদেশের ব্যাটার।

৪৬ ওভার শেষ

৭ উইকেটে ২৩২ রান বাংলাদেশের

আউট হলেন হৃদয়

বড় শট খেলতে গিয়ে আউট হৃদয়। দারুণ ইনিংস খেলে ফিরছেন তিনি।

৪০ ওভার শেষ

হাফ সেঞ্চুরি হৃদয়ের, ৬ উইকেটে ১৮৮ রান বাংলাদেশের।

একদিনের ক্রিকেটে ২০০ উইকেট জাদেজার

শাকিবের পর আউট শামিমও। ২০০ উইকেট জাদেজার। ১৬১ রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ।

আউট হয়ে গেলেন শাকিব

ড্রিঙ্কস ব্রেকের পরেই উইকেট হারাল বাংলাদেশ। ৮০ রান করে আউট হলেন ক্যাপ্টেন শাকিব। ১৬০ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ। উইকেট পেলেন শার্দূল ঠাকুর।

উইকেটে সেট হয়ে গিয়েছেন শাকিব ও হৃদয়

১০০ রানের জুটি গড়ে ফেললেন দুই ব্যাটার। ৩২ ওভারের শেষ ৪ উইকেটে ১৫৪ রান বাংলাদেশের।

লড়াই চালাচ্ছেন শাকিব-হৃদয়

২৭ ওভারে ৪ উইকেটে ১২৫ রান বাংলাদেশের। ৬৭ বয়লে ৬০ রান করে ফেলেছেন শাকিব। ২৬ রান করে অপরাজিত হৃদয়ও।

১৫ ওভারের খেলা শেষ

চার উইকেট হারিয়ে ৬২ রান বাংলাদেশের। বিরাট চাপে শাকিবরা।

অক্ষরের উইকেট

৫৯ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ। অক্ষরের বলে আউট মিরাজ।

৫০ পেরল বাংলাদেশ

৩ উইকেট হারিয়ে ৫০ পেরিয়ে গেল বাংলাদেশ।

৩ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ

এবার এনামুলের উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর। পুল মারতে গিয়ে লেংথ বুঝতে পারেননি। বড় শট করতে গিয়ে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ ব্যাটার।

উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর

১৫ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ। উইকেট নিলেন শার্দূল। প্লেড অন হলেন তানজিদ।

আউট লিটন

বড় উইকেট পেয়ে গেল ভারতীয় দল। ১৩ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। দারুণ বোলিং শামির। ০ রানে বোল্ড লিটন।

শুরু হল ম্যাচ

প্রথম বলেই চার রান পেয়ে গেল  বাংলাদেশ।

বাংলাদেশ দলে কারা?

বাংলাদেশের একাদশ:  লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, এনামুল হক,  সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান

ভারতীয় দলে কারা?

বাংলাদেশের বিপক্ষে ভারতের প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কেএল রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।

ডেবিউ হল তিলকের

দলে সুযোগ পেলেন তিলক ভর্মা। দলে সুযোগ পেয়েছেন শামিও।

টসে জিতল ভারত

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল।

ভারতীয় দলে পাঁচ পরিবর্তন

বিশ্রাম দেওয়া হল বিরাট, হার্দিকদের। সুযোগ পেলেন সূর্যকুমার।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement