Advertisement

Asia Cup 2023 India vs Pakistan: বৃষ্টিতে মাঠ কর্মীদের সাহায্য করলেন ফখর, পাক ক্রিকেটারের VIRAL VIDEO

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ২৪তম ওভার শুরু হতেই কলম্বোতে বেশ জোরে বৃষ্টি পড়তে থাকে। এশিয়া কাপের প্রথম ম্যাচও বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। বৃষ্টিতে ভিজতে রহাকা ক্রিকেটাররা যখন দ্রুত ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন, তখনই দেখা যায় দারুণ একটা ছবি।

ফখর জামান
Aajtak Bangla
  • কলম্বো,
  • 10 Sep 2023,
  • अपडेटेड 6:07 PM IST

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ২৪তম ওভার শুরু হতেই কলম্বোতে বেশ জোরে বৃষ্টি পড়তে থাকে। এশিয়া কাপের প্রথম ম্যাচও বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। বৃষ্টিতে ভিজতে রহাকা ক্রিকেটাররা যখন দ্রুত ড্রেসিংরুমে ফিরে যাচ্ছেন, তখনই দেখা যায় দারুণ একটা ছবি।


দেখা যায়, মাঠ কর্মীদের সাহায্য করতে এগিয়ে এলেন ফখর জামান। বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় মাঠের বাইরে থেকে দ্রুত উইকেট ও গোটা মাঠ ঢাকতে তৎপর হয়ে ওঠেন মাঠ কর্মীরা। দুই দলের সকলে ও আম্পায়াররা যখন দ্রুত ড্রেসিংরুমের দিকে ছুটে আসছেন, ঠিক সেই সময়ই মাঠ কর্মীদের সাহায্য করতে পিচ কভার নিয়ে মাঠ কর্মীদের সঙ্গে মাঠের দিকে ছুটে যান ফখর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই মুহূর্তের ছবি ও ভিডিও। সকলেই পাক ক্রিকেটারের প্রশংসা করতে থাকেন। মাঠ কর্মীদের সাহায্য করায় ফ্যানরা বেশ খুশি। শুধু পাক ফ্যানরা নন, ভারতের ফ্যানরাও বাহবা দিতে থাকেন।
 

১২১ রানে প্রথম উইকেট হারায় ভারত
৫১ বলে ৫৮ রান করে আউট হন গিল। ৪৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে ফেরে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। রোহিতের ইনিংসে ছিল ৬টা চার ও ৪টে ছক্কা। স্ট্রাইক রেট ১১৪.২৮। গিল ছক্কা না মারলেও, ১০টা চার মারেন । তাঁর স্ট্রাইক রেট ১১১.৫৩।
উল্ল্যেখযোগ্য বিষয় হল, শুরু থেকেই আক্রমণ করে গেলেন শুভমন গিল। যদিও শাহিন শাহ আফ্রিদির বলে প্রথম ওভারেই ছক্কা মারেন রোহিত। সেই শুরু। তারপর গিল বারবার সুযোগ দিয়েছেন বটে, তবে পাক ফিল্ডাররা তা কাজেই লাগাতে পারেননি। ৩৭ বল খেলে হাফসেঞ্চুরি করে ফেলেন গিল। রোহিতও বেশ আক্রমণ করতে শুরু করেন। শাদাব খানের ওভারে ১৯ রান নেন ভারতের ওপেনাররা। ১৪ ওভারেই ১০০ পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ১২১ রানে প্রথম উইকেট হারায় ভারতীয় দল
 

Advertisement

ভারত ও পাকিস্তানের দল:
ভারত (প্লেয়িং ইলেভেন): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

পাকিস্তান (প্লেয়িং ইলেভেন): ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement